চারটি মেট্রো স্টেশনের নাম বদল- নতুন নাম সহ প্রস্তাব জমা পরলো নবান্নে

যারা এই সমস্ত ম্যাস্ট্রেশন গুলির নাম বদলের দাবি জানিয়েছে তারা পরবর্তী স্টেশনের নাম কিভাবে তাও ঠিক করে ফেলেছে নিজে থেকেই। চারটি মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব নবান্ন। জোকার ধর্মতলা, প্রকল্পে খিদিরপুর, নোয়া বিমানবন্দর প্রকল্পে জয় হিন্দ, নিউ গড়িয়া বিমানবন্দর প্রকল্পের মধ্যে থাকা ভিআইপি রোড/ তেগরিয়া এবং ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান, এসপ্ল্যানেড শিয়ালদহ মহাকরম স্টেশন এর যে কোন একটি নাম বদলের প্রস্তাব জমা পড়েছে। 

নবান্নেসূত্রে খবর খিদিরপুর মেট্রো স্টেশন এর নাম বদলে নতুন নাম রেখা হচ্ছে সেন্স স্টমাস স্কুল খিদিরপুর অথবা খিদিরপুর সেন্ট স্টমাস স্কুল। কবি সুভাষ বিমানবন্দরের মেট্রো প্রকল্পের নাম বদলে তেঘরিয়া স্টেশনের নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন নামের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবগুলি উঠিয়েছে অল ইন্ডিয়া মাতুয়া সংঘ শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবং তেঘরিয়া রেবতী রঞ্জন রায়। কিশোর কুমার কেন ক্লাবের তরফ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান এসপ্ল্যানেড শিয়ালদহ মহাকরণের মধ্যে যেকোনো একটি স্টেশনের নাম কিশোর কুমার রাখার আবেদন জানানো হয়েছে নবান্নে। 

সবশেষে মেট্রো চিপ অপারেশন ম্যানেজারের তরফ থেকে জয়হীন বিমানবন্দর রাখার প্রস্তাব করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমেই মেট্রো পরিষেবা পেয়ে যাবে সাধারণ মানুষ অন্যদিকে কবি সুভাষ স্টেশনের নাম রাখার দাবি জানানো হয়েছে নিউ গড়িয়া। এই সমস্ত স্টেশন গুলির নাম পরিবর্তন করার প্রস্তাব রাখা হয়েছে শুধু প্রস্তাবনার স্তরেই এখনো এগুলো বাস্তবায়িত করা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন জীব মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা এই সমস্ত স্টেশনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী অপর এই বহাল থাকে।