মাধ্যমিকে জমজ ভাইয়ের একই নাম্বার সকলেই অবাক

সেন্ট্রাল পার্কের বাসিন্দা আয়ুষ্মান ও অর্চিমান কল্যাণীর স্পিন্ডেল হাই স্কুলের ছাত্র, তুই ভাই মাধ্যমিকে একই নাম্বার পেয়ে পাস করেছে । বহু যুগ আগে বামফ্রন্টের সময় রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এবং তার যমজ অতীশ দাশগুপ্ত প্রায় কুড়ি বছর আগে সেই রেকর্ড চেয়েছিল আরো এক জোড়া জমজ গাইঘাটার রজত আর রাকেশ সরকার মাধ্যমিকে একই নাম্বার পেয়েছিল তারা ৫৭৭ নাম্বার নিয়ে সেই সময় উত্তীর্ণ হয়েছিল।

ইতিহাসে পূর্ণবৃত্তি ঘটালো কল্যাণীর জমজ আরজিমান ও আয়ুষ্মান চক্রবর্তী মাধ্যমিকে তাদের প্রাপ্ত নম্বর রয়েছে ৬৭৭। কল্যাণী স্প্রিংডেল হাইস্কুলের ছাত্র সেন্ট্রাল পার্কের বাসিন্দা বাবা শক্তি প্রসাদ চক্রবর্তী ফুলিয়া বিশ্ববিদ্যালয় প্রধান শিক্ষক মা ওমা চক্রবর্তী কল্যাণী শিক্ষায়তনের জীবন বিজ্ঞানের শিক্ষিকা স্কুলে যাওয়া থেকে শুরু করে প্রাইভেট পড়তে যাওয়া খেলাধুলা সবই দুই ভাই একই সঙ্গে করে। 

এই দুই ভাই অংকে তাদের মোট নাম্বার রয়েছে ১০০, দুজনেরই সেম নাম্বার রয়েছে। জীবন বিজ্ঞান এবং ভূগোলে যথাক্রমে ৯৮ এবং ৯৬ পেয়েছে অন্য বিষয়ে দুই এক নম্বর হেরফের হলেও সব মিলিয়ে যোগফল একই রয়েছে। ছোটবেলা থেকেই সংগীত প্রেমী ও একসঙ্গে তারা গান শিখেছে বেশ কিছু অনুষ্ঠান ও অ্যাটেন্ড করেছে দুজনেই প্রবল আগ্রহ কুইজ স্কুলে হয়ে থাকলে সেই প্রতিযোগিতার অংশগ্রহণ করেছে ক্রিকেট ফুটবল তাদের সমান খেলায় প্রিয় দুজনেই কলকাতা নাইট রাইডার্স এর সমর্থক দুজনেরই প্রিয় ক্রিকেটার হল বিরাট কোহলি। 

শক্তি প্রসাদ বলেন ওদের দুই ভাইয়ের খুব মিল রয়েছে একজন আরেকজন ছাড়া একদম থাকে না আমরা চাই জীবনের সাফল্য যেন তাদের দুজনেরই পাশাপাশি সমানভাবে হোক উচ্চমাধ্যমিকে দুজনেরই নিজেদের স্কুলের বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাই। তবে ভবিষ্যতে তাদের চলার পথে হয়তো ভিন্ন ভিন্ন হতে হয়ে যাবে, আয়ুষ্মান নিট পরীক্ষা দিয়ে ডাক্তারি করতে চাই গবেষণা করতে চাই। 

একজনের মধ্যে তফাৎ হল এক জায়গায় ফুটবল অর্চিষ্মান ব্রাজিল সমর্থক ও তুমুল নেইমার ভক্ত আর আয়ুষ্মান প্রিয় দল হল আর্জেন্টিনা মোহনবাগানের সমর্থক আর আয়ুষ্মান ইস্টবেঙ্গলের সমর্থক তবে তাদের বন্ধুত্ব একটু দুই ভাইয়ের কথায় একই কিন্তু পছন্দ 1 কিন্তু পরবর্তীকালে পেশায় হয়তো আলাদা আলাদা হয়ে যেতে পারে।