বাতিল হবে ১ লক্ষ রেশন কার্ড, কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা জেনে নিন।

লোকসভা নির্বাচনের আবহে রেশন কার্ড সংক্রান্ত আরো এক বিশেষ ঘোষণা সামনে এল। সমগ্র ভারতের সাধারণ মানুষের জীবন যাপনের ক্ষেত্রে রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠলেও রেশন সংক্রান্ত দুর্নীতি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাতেই লোকসভা নির্বাচন শুরু হতে না হতে রেশন কার্ড সংক্রান্ত আরো এক বিশেষ ঘোষণা প্রকাশ্যে আনা হলো। এই বিশেষ ঘোষণা অনুসারে আগামী দিনে প্রায় এক লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে।

বাতিল হবে লক্ষাধিক রেশন কার্ড: বিভিন্ন ক্ষেত্রের রিপোর্ট অনুসারে, বিগত ছয় মাস বা তার বেশি সময় ধরে যে সমস্ত ব্যক্তিরা রেশন কার্ডের মারফত খাদ্যশস্য সংগ্রহ করেননি আগামী মাসে তাদের রেশন কার্ড বাতিল করা হবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত এক বিশেষ নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি তোলা হয়েছে বিভিন্ন সূত্রের রিপোর্টে।

তৈরি হবে তালিকা: মূলত যে সমস্ত আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী বিনামূল্যের রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন তারা যাতে কোনভাবেই এই প্রকল্পের সুবিধা না পায় তা নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে এই বিশেষ নির্দেশিকা কার্যকর করা হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে, এমনকি যে সমস্ত মৃত ব্যক্তির রেশন কার্ড এখনও পর্যন্ত চালু রয়েছে কিংবা যারা ছ’মাসের বেশি সময় ধরে রেশনের মাধ্যমে প্রাপ্ত খাদ্যদ্রব্য সংগ্রহ করেননি তাদের নামেরও তালিকা তৈরি করা হচ্ছে। পরবর্তীতে এই তালিকা অনুযায়ী অযোগ্য ব্যক্তিদের বিনামূল্যের রেশন প্রকল্প থেকে বঞ্চিত করা হবে বলেই জানা গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর: মাত্র একটি মেশিন কিনে শুরু করুন এই ব্যবসা। মাস শেষে আয় হবে ৫০ হাজার টাকা।

নতুন নীতি: শুধুমাত্র আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরাই যে প্রয়োজনশীল নাগরিকদের বঞ্চিত করছেন তা নয়, রেশন ডিলাররাও চাল, গমের মত খাদ্যদ্রব্য কম পরিমাণে বিতরণ করে তা বাজারে বিক্রি করছেন এমন অভিযোগও বারংবার উঠে এসেছে। আর এই সমস্ত অভিযোগকে নজরে রেখেই কেন্দ্রীয় সরকারের তরফে খুব শীঘ্রই খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির নতুন নীতি কার্যকর করা হবে বলেই জানা গিয়েছে। আগামী দিনে এরকম কোন অভিযোগ সামনে এলে এই সমস্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে।

কেন এই নির্দেশিকা কার্যকর করা হবে: মূলত রেশন সংক্রান্ত দুর্নীতি নিয়ে বারংবার বহু অভিযোগ এসেছে কেন্দ্র সরকারের কাছে, আর তাতেই রেশন সংক্রান্ত দুর্নীতিকে সমূলে বিনষ্ট করার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এইরূপ পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনরূপ নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তবে আগামী দিনে খুব শীঘ্রই এক বিশেষ নির্দেশিকা মারফত অযোগ্য ব্যক্তিদের রেশন কার্ড বাতিল এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য বিশেষ নীতি প্রকাশ্যে আনবে কেন্দ্রীয় সরকার।