Government Scheme

পোস্ট অফিসের এই স্কিমে লাখপতি বানাবে আপনাকেও মাত্র ১৬৬ টাকা করে দিয়েই ৮ লাখের রিটার্ন! 

বাংলাহাব ডেস্ক : বর্তমান সময়ে অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে সকলেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অর্থ বিনিয়োগ (Investment) করতে চাইছেন। এক্ষেত্রে সাধারণ মানুষ যেদিকে সবচেয়ে বেশি খেয়াল রাখেন তা হল যেখানে বিনিয়োগ করছেন সেখানে টাকা যাতে নিরাপদ থাকে এবং সুদের হার বেশি হয়। অর্থাৎ মেয়াদ শেষে মোটা রিটার্ন চায় সকলেই। এক্ষেত্রে সংস্থা যদি সরকারি ও বহু পুরোনো হয় তাহলে  বেশ কিছুটা নিশ্চিন্ত হওয়া যায়।

WhatsApp Image 2024 06 30 at 11.40.28 PM

আজকের এই প্রতিবেদনে এমনই একটি স্কিম সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেখানে কম টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ টাকা জমানোর সুযোগ রয়েছে। ভারতীয় পোস্ট অফিসে (Post Office Scheme) এমন কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে যেখানে প্রচুর আয় করার সুযোগ থাকে। যেমন আপনারা পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে (Post Office Recurring Deposit Scheme) টাকা রেখে মোটা টাকা ইনকাম করতে পারেন।

WhatsApp Image 2024 06 30 at 12.16.41 AM 1

বর্তমানে এই স্কিমে সরকারের তরফ থেকে ৬.৭ শতাংশ সুদ দিচ্ছে। ২০২৩ সালের ১ অক্টোবর থেকে এই সুদের হার প্রযোজ্য হয়েছে। ধরুন, পোস্ট অফিসে এই রেকারিং ডিপোজিট স্কিমে প্রত্যেক মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করেন। তাহলে ৫ বছরের ম্যাচুরিটিতে আপনি ৩ লক্ষ টাকা জমা করবেন। এরপর ৬.৭ শতাংশ হারে সুদ যুক্ত হয়ে তিনি ৩ লক্ষ ৫৬ হাজার ৮৩০ টাকা পাবেন।

আর যদি আরো ৫ বছর রাখেন সেক্ষেত্রে ১০ বছরের সুদ মিলিয়ে মোট পাবেন ৮ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা। অর্থাৎ আপনি ৬ লক্ষ টাকা রাখলে মোট ২ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা অতিরিক্ত সুদে পাচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই স্কিমে নির্দিষ্ট একটি সময়ের পর লোনের সুবিধা পাওয়া যায়। তবে এক্ষেত্রে পরপর ১২ টি কিস্তি জমা করতে হবে। এক বছর পরে আপনি আপনার একাউন্টে জমা করা পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারেন।

এছাড়াও এই স্কিমের মেয়াদ হল কমপক্ষে ৫ বছর। তবে তিন বছর পরেও কোন কারণবশত বন্ধ করা যেতে পারে। এখানে একজন ব্যক্তি ছাড়াও তিনজন পর্যন্ত যৌথ একাউন্ট খুলতে পারে। আর এখানে শিশুর নামে একাউন্ট খোলার সুবিধা রয়েছে। আপনাকে  ত্রিমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। এখানে আপনি মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন।

আরোও পড়ুন:-

ইন্ডিয়া পোস্ট অফিস এমটিএস নিয়োগ 2024 18199 পদের জন্য আবেদন করুন,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group