UPI তে হতে চলেছে ৫ টি বড়ো পরিবর্তন। UPI ব্যবহার করলে এখনই জেনে নিন।

বর্তমান সময়ে টাকা আদান-প্রদানের ক্ষেত্রে আমরা ফোনপে, গুগলপে, পেটিএমের মতো অ্যাপ গুলো ব্যবহার করে থাকি। আর এই অ্যাপগুলো UPI মাধ্যমে কাজ করে। যেখানে আগে অনলাইনে কাউকে টাকা পাঠাতে হলে হাজারো ঝামালা করতে হতো সেখানে এখন চোখের নিমেষে একই সময়ে ১ লাখ টাকা পর্যন্ত UPI এর মাধ্যমে পাঠানো সম্ভব। আর এই পদ্ধতি ভারতের অর্থনীতির সাথে সাথে ভারতের মুখও পৃথিবীর কাছে উজ্জ্বল করেছে। কিন্তু ২০২৪ এ UPI এ ৫ টি বড়ো পরিবর্তন আসতে চলেছে যা সাধারণ মানুষের উপকারেই লাগবে। চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক এই ৫ টি বড়ো পরিবর্তন।

(ক) নতুন নাম্বারে টাকা পাঠানো

আপনি যদি কোনো নতুন নাম্বারে ২০০০ টাকার বেশি টাকা পাঠান তবে সেটি আগের মতো সঙ্গে সঙ্গে সম্পন্ন হবে না। সেই ট্রানজেকশন পূরণ হতে সময় লাগবে টানা ৪ ঘন্টা। আর সবচেয়ে ভালো কথা এই যে আপনি এই ৪ ঘন্টার মধ্যে সেই ট্রানজেকশনকে এডিট অথবা ক্যানসেল করতে পারবেন। এটি মূলত করা হবে সেই সমস্ত মানুষের জন্য যারা ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এতোদিন ভুল অ্যাকাউন্টে টাকা পাঠালে সেটা ফেরত আসতে অনেকটা সময় বেশি লাগতো তারওপর টাকা প্রাপকের বিভিন্ন রকম অজুহাতের সম্মুখীন হতে হতো সাধারণ মানুষকে। এই নিয়ম কার্যকর হবার পর এই সমস্ত থেকে চিরতরে মুক্তি পাবে সাধারণ মানুষ।

UPIUnified Payments Interface
অফিসিয়াল ওয়েবসাইটলিঙ্ক

(খ) UPI লিমিট বৃদ্ধি

আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে বলা হয়েছে , UPI এর লিমিট বাড়ানো হয়েছে। গত বছর পর্যন্ত আমরা এক‌ইসাথে যে‌ কাউকে টাকা পাঠাতে হলে ১ লাখ অব্দি টাকা পাঠাতে পারতাম। কিন্তু নতুন আপডেটে সেই লিমিট বাড়িয়ে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে রাখা ভালো, শুধুমাত্র হসপিটাল এবং এডুকেশনের ক্ষেত্রে আপনি এই অতিরিক্ত ট্রানজেকশনের সুবিধা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন:- পেটিএম সকল গ্রাহকদের দিচ্ছে ৫০ টাকা। আপনি কিভাবে পাবেন দেখে নিন।

(গ) শেয়ার মার্কেটে UPI এর সরাসরি ব্যবহার

যারা শেয়ার মার্কেটে রুচি রাখেন তারা জানেন কোনো শেয়ার কিনতে হলে সবার প্রথমে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্রোকারেজ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় এবং তারপর সেখান থেকে আমরা কোনো শেয়ার কিনতে পারি। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার আপনি সরাসরি UPI এর মাধ্যমে শেয়ার কিনতে পারবেন। কোনো রকম ব্রোকারেজ অ্যাকাউন্টে টাকা ঢোকানোর প্রয়োজন পড়বে না।

(ঘ) Reccuring Payments আপডেট

আগে আপনি UPI এর মাধ্যমে ইন্স্যুরেন্স বা SIP এর মতো ক্ষেত্রগুলোতে ১৫ হাজার টাকা পর্যন্ত বিল পে করতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন আপনি এই সমস্ত পেমেন্টের ক্ষেত্রে ১ লাখ টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন।

UPI update 2024

(ঙ) UPI Pay Later অপশন

আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই কিন্তু আপনাকে একটি গুরুত্বপূর্ণ পেমেন্ট করতে হবে সেজন্য UPI তে একটি নতুন আপডেট এসেছে। এবার আপনি UPI এর Pay Later ফিচার ব্যবহার করে যেকোনো গুরুত্বপূর্ণ পেমেন্ট করতে পারবেন এবং এই পেমেন্টের অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক আপনার জন্য ঠিক করে দেবে। আপনি ৪৫ দিনের জন্য কোনোরকম সুদ না দিয়েই এই টাকা আবার ব্যাঙ্ককে ফেরত দিতে পারবেন।

উপরে বলা নিয়মগুলোর মধ্যে বেশিরভাগ পয়লা জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হয়ে গিয়েছে এবং কিছু নিয়ম আগামী ২-১ মাসে কার্যকর হতে চলেছে।

Leave a Comment