কদিন বাদেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগেই নতুন আপডেট হাজির পরীক্ষার্থীদের জন্য।

কদিন বাদেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে নানারকমের আপডেট সামনে এসেছে। কখনো সময় পরিবর্তনের আপডেট, তো কখনো অ্যাডমিট কার্ড আপডেট। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আরো একটি নতুন আপডেট প্রকাশিত করেছে। এই আপডেট ছাত্র-ছাত্রীদের অনেকটা উপকারে লাগবে বলেই জানা যাচ্ছে। কি সেই নতুন আপডেট চলুন জেনে নেওয়া যাক।
নতুন আপডেটটি কি?
গত বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি নোটিফিকেশন জারি করা হয় সেই নোটিফিকেশন অনুযায়ী, এখন থেকে উচ্চমাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি আরো দ্রুত করার পদ্ধতি কার্যকর করা হয়েছে।

আগের বছরগুলোতে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পর যখন কোনো ছাত্র বা ছাত্রীর খাতা দেখা নিয়ে কোনো সমস্যা থাকতো তখন তারা তাদের খাতা রিভিউ বা স্ক্রুটিনিতে পাঠালে টানা দেড়মাস পর সেই রিভিও ও স্ক্রুটিনির রেজাল্ট আসতো। এতে করে অনেক সময় নিদির্ষ্ট ছাত্র এবং ছাত্রীদের কলেজে ভর্তি ও অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতো।
আরও পড়ুন:- আমাদের রাজ্যে কত রকমের রেশন কার্ড রয়েছে? আপনার রেশন কার্ড APL না BPL জেনে নিন।
কিন্তু বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই দেড়মাসের সময়সীমা কমিয়ে ১৫ দিন করার কথা জানানো হয়েছে। এতে করে রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট মাত্র ১৫ দিনে প্রকাশ করা হবে এবং ছাত্র-ছাত্রীরা কোনোরকম সমস্যা ছাড়াই তাদের ভবিষ্যতের পড়াশোনার দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে।




