Education

বদলে গেল একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পদ্ধতি। বদলাচ্ছে সিলেবাসও।

এবছর যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারা রীতিমতো চিন্তায় ছিল পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস নিয়ে। কারণ শোনা যাচ্ছিল, এই বছর নতুন সিলেবাস প্রকাশ পেতে চলেছে এবং তারই সঙ্গে বদলে যেতে চলেছে পরীক্ষার পদ্ধতি। গতকাল অর্থাৎ ৬ই মার্চ, ২০২৪ তারিখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে এই সমস্ত প্রশ্নের উত্তর জানিয়েছেন।

পরীক্ষার পদ্ধতিতে কি পরিবর্তন আসছে?

গত বছরগুলোতে মাধ্যমিক পাশ করবার পর ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হলে তাদের বছরে দুটো পরীক্ষায় বসতে হতো এবং এই নিয়ম বহুবছর ধরে কার্যকারী ছিল। কিন্তু গতকালের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪-২০২৫ বর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে।

WBCHSE Notification

সিলেবাসে কি পরিবর্তন আনা হচ্ছে?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সেমিস্টার সিস্টেমের সঙ্গে বদলে যেতে চলেছে সিলেবাসও। অর্থাৎ গতবছর যে সিলেবাসের ওপর একাদশ শ্রেণী পড়াশোনা করেছে এবছর তা পুরোপুরি বদলে দেওয়া হবে। সম্পূর্ণ নতুন সিলেবাস প্রকাশ করবে সংসদ এবং এই নতুন সিলেবাস খুব দ্রুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদLink
অফিসিয়াল নোটিফিকেশনLink

যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদের ওপর এই আপডেটের প্রভাব।

এই আপডেট শুধুমাত্র এবছর যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের জন্যই। যেসমস্ত ছাত্র-ছাত্রী গতবছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল তাদের জন্য এই আপডেট লাগু হবে না। অর্থাৎ তাদের আগের পদ্ধতিতেই এবং পুরোনো সিলেবাসেই পরীক্ষা হতে চলেছে।

আরও পড়ুন:- আবেদন করুন পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় এবং পেয়ে যান ৩০০ ইউনিট ফ্রী ইলেকট্রিসিটি

যেসমস্ত ছাত্র-ছাত্রীরা চিন্তায় ছিলেন তাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করে তাদের চিন্তা মুক্ত করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আপনার যদি আরো বিস্তারিত জানবার থাকে এবিষয়ে তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group