ব্লক করা হবে ১০ হাজার মোবাইল নাম্বার। আপনার নাম্বার এই লিস্টে নেই তো?

সময়ের সাথে সাথে মানুষের হাতে উঠে এসেছে স্মার্টফোন, আর তার সাথে বেড়েছে বিপদের আশঙ্কাও। ডিজিটালাইজেশন -এর সাথে সাথে সমগ্র দেশ জুড়ে সাইবার ক্রাইমের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। তবে শুধু যে সাইবার ক্রাইমের সংখ্যা বাড়ছে তা নয়, সাধারণ মানুষকে ঠকানোর জন্য প্রতিনিয়ত নিত্যনতুন পন্থা অবলম্বন করছে প্রতারকরা। যার ফলে প্রতারকদের ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলছেন ভারতের সাধারণ জনগণ। আর তাতেই প্রতারকদের হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সিম নিয়ে রীতিমতো কড়া পদক্ষেপ গ্রহণ করলো ভারত সরকার। আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা ভারত সরকারের তরফে গৃহীত সিম সংক্রান্ত নতুন পদক্ষেপ সম্পর্কে জানতে পারবেন।

ভারত সরকারের নয়া পদক্ষেপ: সাইবার ক্রাইম বন্ধ করার জন্য এবার এক নয়া পদক্ষেপ গ্রহণ করল ভারত সরকার। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যে, প্রতারকরা বারংবার বিভিন্ন সিম ব্যবহার করে সাধারণ মানুষকে ফোন করে, এরপর তাদের কথার জালে ফাঁসিয়ে সর্বস্ব লুট করে নেয়। এমনকি টেক্সট মেসেজে বিভিন্ন প্রকার লিংক পাঠানোর মাধ্যমেও এই ধরনের প্রতারণা করা হয়ে থাকে। কিন্তু এবারে এই ধরনের প্রতারণা বন্ধ করার জন্য বড় পদক্ষেপ নিল ভারত সরকার। জানা গিয়েছে যে, যে সমস্ত সিম কার্ড থেকে বিভিন্ন মানুষের ফোনে নানা ধরনের মেসেজ পাঠিয়ে প্রতারণা করা হয়ে থাকে তাদের মোবাইল নম্বর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে TRAI (Telecom Regulatory Authority of India) -এর তরফে। শুধু তাই নয়, আগামী দিনে সেই সমস্ত হ্যান্ডসেটগুলিও ব্লক করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: যুবশ্রী প্রকল্পের আওতায় চাকরির সুযোগ। মাধ্যমিক পাশ যোগ্যতায় সরাসরি চাকরি।

ব্লক করা হবে ১০ হাজার মোবাইল নম্বর: জালিয়াতির অভিযোগের জন্য সরকারের তরফে চক্ষু পোর্টাল (Chakshu Portal) নামে একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। আর এই পোর্টাল চালু করার পর থেকে ইতিমধ্যেই ৫২ টি মোবাইল নম্বর ব্লক করা হয়েছে, শুধু তাই নয় এর সাথে ব্লক করা হয়েছে ৩৪৮ টি হ্যান্ডসেট। বিশেষ সূত্রের খবরে জানা গিয়েছে যে, সাইবার ক্রাইম বন্ধ করার জন্য ১০,৮৩৪ টি সন্দেহজনক মোবাইল নম্বরের লিস্ট তৈরি করা হয়েছিল, আর বিগত ৩০ শে এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে এই সমস্ত মোবাইল নম্বরগুলিকে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। আর ইতিমধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সুতরাং আগামী দিনে মোবাইল নম্বরের তালিকার ভিত্তিতে ১০,০০০ মোবাইল নম্বর ব্লক করা হতে পারে।

ছাড় পাবে না মোবাইল ডিভাইসও: বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, জাল নথির মাধ্যমে নেওয়া ১.৫৮ লক্ষ মোবাইল ডিভাইস ব্লক করা হয়েছে DoT -এর তরফে। শুধু তাই নয়, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৩০ শে এপ্রিল তারিখ পর্যন্ত, DoT এর তরফে মোট ১.৬৬ কোটি মোবাইল সংযোগ ব্লক করা হয়েছে।

10k mobile phone will be blocked (ব্লক করা হবে ১০ হাজার মোবাইল নাম্বার)

কিভাবে এড়াবেন প্রতারণা: আপনার মোবাইল ফোনে যদি কোন প্রতারণামূলক মেসেজ আসে তবে অবিলম্বে চক্ষু পোর্টালে রিপোর্ট করুন। এক্ষেত্রে আপনার অভিযোগের সত্যতা যাচাই করার পর উক্ত মোবাইল নম্বরটি ব্লক করা হবে। নাগরিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, অপরিচিত নম্বর থেকে আসা কোনো ফোন কল রিসিভ করবেন না, কোনো অচেনা নম্বরের মেসেজে থাকা লিংকে ক্লিক করবেন না। এছাড়া ওটিপি, আধার নম্বর, পাসওয়ার্ড সহ কোনোপ্রকার গুরুত্বপূর্ণ তথ্য কারো সাথে শেয়ার করবেন না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now