BusinessLatest News

Youtuber arrested for gold smuggling: সোনা পাচারের জন্য এয়ারপোর্টে দোকান খুলল ইউটিউবার, ২ মাসে কামিয়ে ফেলল ৩ কোটি টাকা

বাংলাহাব ডেস্ক :– ওই ইউটিউবার তথা দোকান মালিকের নাম মহম্মদ সাবির আলি। আবুধাবিতে বসবাসকারী শ্রীলঙ্কার সোনা পাচারকারীরা সোনা পাচারে সাহায্য করার জন্য তাকে ৭০ লক্ষ টাকা দিয়েছিল। এরপর সেই টাকা দিয়ে মাসখানেক আগেই তিনি বিমানবন্দরের লাউঞ্জে একটি খেলনা, ব্যাগ বিক্রির দোকান খুলেছিলেন। তাতে বেশ কয়েকজন কর্মীও রেখেছিলেন তিনি।

চেন্নাই বিমানবন্দরে আন্তর্জাতিক সোনা চোরাচালানকারী চক্রের পর্দা ফাঁস করল শুল্ক দফতর। বিমানবন্দরে লাউঞ্জে অবস্থিত একটি দোকানের আড়ালে গত কয়েক মাস ধরেই সোনা পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দোকান মালিক-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন আধিকারিকরা। জানা গিয়েছে, ওই দোকানের মালিক একজন ইউটিউবার। সোনা চোরাচালানের কাজে সাহায্য করার জন্যই ওই ইউটিউবার বিমানবন্দরে একটি খেলনা, ব্যাগের দোকান খুলেছিল। আর সেই দোকান হয়েই দেশে বিদেশে অনায়াসে সোনা পাচার করা হচ্ছিল।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ইউটিউবার তথা দোকান মালিকের নাম মহম্মদ সাবির আলি। আবুধাবিতে বসবাসকারী শ্রীলঙ্কার সোনা পাচারকারীরা সোনা পাচারে সাহায্য করার জন্য তাকে ৭০ লক্ষ টাকা দিয়েছিল। এরপর সেই টাকা দিয়ে মাসখানেক আগেই বিমানবন্দরের লাউঞ্জে একটি খেলনা, ব্যাগ বিক্রির দোকান খুলেছিল। তাতে বেশ কয়েকজন কর্মীও রেখেছিল। শুধু তাই নয়, সোনা চোরা চালানের সুবিধার্থে পাচারকারীরা, সাবির আলি এবং তার দোকানের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছিল। তারপরেই বিমানবন্দরের সেই দোকানের আড়ালে শুরু হয় সোনা পাচার। সূত্রের খবর, এই দোকানের মাধ্যমে গত দু’মাসের প্রায় ২৬৭ কেজি সোনাপাচার হয়েছে, যার বাজারদর প্রায় ১৬৭ কোটি টাকা। আর তার মধ্যে ইউটিউবার গত দু’মাসে ৩ কোটি টাকা আয় করেছে। এই পরিমাণ টাকা কমিশন হিসেবে তাকে দেওয়া হয়। 

সূত্রের খবর, সাবির তিনি চেন্নাইয়ের বাসিন্দা। ওই ইউটিউবারের ‘শপিং বয়েজ’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সোনা পাচারকারীরা সেই ইউটিউব চ্যানেল মারফত সাবির আলির সঙ্গে যোগাযোগ করে।  এরপর সোনা পাচার শুরু হয়। জানা যায়, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে দোকানটি খোলা হয়। সেখানে এটি অনলাইন জব পোর্টালের মাধ্যমে চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করে।

শুল্ক দফতরের এক আধিকারিক জানান, বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত ২৯ জুন। দোকানের একজন কর্মচারীকে দেখে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। কারণ দোকানে কিছু সোনার টুকরো পাওয়া গিয়েছিল। তা দেখে দোকানের এক কর্মচারীর পাশাপাশি এক যাত্রীকে আটক করে শুল্ক দফতর। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আসল তথ্য। পরে বাকিদের গ্রেফতার করা হয়।।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group