BlogLatest News

এটাই বিশ্বের দীর্ঘতম ফ্লাইট রুট, সময় লাগে ১৮ ঘণ্টার বেশি ! রইল বিশ্বের ১০ দীর্ঘতম রুটের তালিকা

10 Longest Flight Routes in the World: অনেকেই ২ থেকে ৩ ঘণ্টার ফ্লাইটে চেপেছেন। ৫ থেকে ৬ ঘণ্টার ফ্লাইটে চড়াও খুব বড় ব্যাপার নয়। কিন্তু টানা ১৮ ঘণ্টা?

অল্প সময়ের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র বিমানেরই রয়েছে। কিন্তু অল্প সময় মানে কতক্ষণ? অনেকেই ২ থেকে ৩ ঘণ্টার ফ্লাইটে চেপেছেন। ৫ থেকে ৬ ঘণ্টার ফ্লাইটে চড়াও খুব বড় ব্যাপার নয়। কিন্তু টানা ১৮ ঘণ্টা? এমন অভিজ্ঞতা ক’জনের আছে? হ্যাঁ, এগুলোই বিশ্বের দীর্ঘতম ফ্লাইট রুট।

WhatsApp Image 2024 07 04 at 12.48.27 AM

নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুর: নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুরের দূরত্ব ৯,৫৩৭ মাইল বা ১৫,৩৪৮ কিমি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান জন এফ কেনেডি বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে দীর্ঘ ১৮ ঘণ্টা ৪০ মিনিটের পথ অতিক্রম করে পৌঁছয় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। এটাই সবচেয়ে দীর্ঘ দূরত্বের ফ্লাইট রুট

নিউ ইয়র্ক সিটি থেকে সিঙ্গাপুর: নিউ ইয়র্কের লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেঁড়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে নামে এই বিমান। ৯,৫২৩ মাইল পথ অতিক্রম করে ১৮ ঘণ্টা ৪৫ মিনিটে। এটা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইট রুট।

দোহা থেকে অকল্যান্ড: বিশ্বের তৃতীয় বৃহত্তম ফ্লাইট রুট হল দোহা থেকে অকল্যান্ড। কাতার এয়ারবাস এ৩৫০-১০০০ দোহা থেকে ১৭ ঘণ্টা ৩৫ মিনিটের পথ অতিক্রম করে পৌঁছয় অকল্যান্ডে।

পারথ থেকে লন্ডন: বিশ্বের দুই বিপরীত প্রান্তকে জুড়েছে এই ফ্লাইট রুট। ইংল্যান্ডের লন্ডন থেকে অষ্ট্রেলিয়ার পার্থ। কাতার এয়ারলাইন্স এই রুটে বিমান চালায়। সময় লাগে ১৭ ঘণ্টা ২০ মিনিট।

মেলবোর্ন থেকে ডালাস: মেলবোর্ন থেকে ৮৯৯২ মাইল বা ১৪,৪৭১ কিমি পথ অতিক্রম করে ডালাসে পৌঁছয় বিমান। এটা বিশ্বের পঞ্চম দীর্ঘ ফ্লাইট রুট। সময় লাগে ১৭ ঘণ্টা ২০ মিনিট। 

অকল্যান্ড থেকে নিউ ইয়র্ক: বোয়িং ৭৮৭-৯ বিমান অকল্যান্ড বিমানবন্দর থেকে ছাড়ে। অবতরণ করে নিউ ইয়র্কের জেএফ কেনেডি বিমানবন্দরে। অতিক্রম করে ৮৮২৮ মাইল পথ। এটা বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ফ্লাইট রুট।

দুবাই থেকে অকল্যান্ড: দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এমিরেটস এয়ারবাস ৩৮০ পৌঁছয় অকল্যান্ড বিমানবন্দরে। ৮৮২৪ মাইল পথ অতিক্রম করতে সময় লাগে ১৭ ঘণ্টা ১০ মিনিট।

সিঙ্গাপুর থেকে লস অ্যাঞ্জেলেস: বিশ্বের দুই ধরনের সংস্কৃতিকে জুড়ে দিয়েছে এই রুট। এখানে চলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং এ৩৫০ বিমান। সময় লাগে ১৭ ঘণ্টা ৫০ মিনিট। 

সিঙ্গাপুর থেকে লস অ্যাঞ্জেলেস: বিশ্বের দুই ধরনের সংস্কৃতিকে জুড়ে দিয়েছে এই রুট। এখানে চলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং এ৩৫০ বিমান। সময় লাগে ১৭ ঘণ্টা ৫০ মিনিট।

বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো: ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু থেকে বিশ্বের টেকনোলজি হাব সান ফ্রান্সিসকো পর্যন্ত উড়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। ৮৭০১ মাইল পথ অতিক্রম করতে সময় লাগে ১৭ ঘণ্টা ৪০ মিনিট।

হিউস্টন থেকে সিডনি: হিউস্টন থেকে সিডনি পৌঁছতে সময় লাগে ১৭ ঘণ্টা ৩৫ মিনিট। এই রুটে চলে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান। অতিক্রম করে ৮৫৯৬ মাইল। 

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group