প্রসার ভারতী রিক্রুটমেন্ট ২০২৫: আকাশবাণীতে ১০১ শূন্যপদ, যোগ্য প্রার্থীদের জন্য বড় সুযোগ
বিভিন্ন পদে ১০১ জনকে নেবে প্রসার ভারতী। এটি কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীদের নিয়োগ করা হবে আকাশবাণীর নিউজ সার্ভিস ডিভিশনে, ২ বছরের চুক্তিতে।
শূন্যপদের বিবরণ: অ্যাসিস্ট্যান্ট এভি এডিটর: ১৫টি।
শিক্ষাগত যোগ্যতা: যে-কোনও শাখায় স্নাতক। সেই সঙ্গে সাউন্ড এডিটিং বা ভিডিয়ো এডিটিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন: নির্দিষ্ট মাসিক ৩০,০০০ টাকা।
কপি এডিটর (ইংলিশ): ১৮টি। শিক্ষাগত যোগ্যতা। জার্নালিজমে (ইংরেজি)
ডিগ্রি। অথবা জার্নালিজম (ইংরেজি) বা মাস কমিউনিকেশনে ১ বছর মেয়াদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, কম্পিউটার-জ্ঞান থাকতে হবে, ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন: নির্দিষ্ট মাসিক ৩৫,০০০ টাকা।
কপি এডিটর (হিন্দি): ১৩টি। শিক্ষাগত যোগ্যতা: জার্নালিজমে (হিন্দি) ডিগ্রি।
অথবা জার্নালিজম (হিন্দি) বা মাস কমিউনিকেশনে ১ বছর মেয়াদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। সেই সঙ্গে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে, ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদে দক্ষ হতে হবে, হিন্দি টাইপিং আনতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স। ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন। নির্দিষ্ট মাসিক ৩৫,০০০ টাকা।
এডিটোরিয়াল এক্সিকিউটিভ (ইংলিশ) (ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড সোশাল মিডিয়া)। ৫টি। শিক্ষাগত যোগ্যতা: যে-কোনও শাখায় স্নাতক। সেই সঙ্গে জার্নালিজমে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমনা। প্রার্থীকে অবশ্যই ইংরেজি টাইপিং আনতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন: নির্দিষ্ট মাসিক ৩৫,০০০ টাকা।
এডিটোরিয়াল এক্সিকিউটিভ (হিন্দি) (ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড সোশ্যাল মিডিয়া): ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যে-কোনও শাখায় স্নাতক। সেই সঙ্গে জার্নালিজমে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। প্রার্থীকে অবশ্যই হিন্দি টাইপিং জানতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স। ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন। নির্দিষ্ট মাসিক ৩৫,০০০
নিউজ রিডার (ইংলিশ): ১১টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় স্নাতক। ইংরেজিতে স্নাতক হলে অগ্রধিকার। অথবা জার্নালিজম (ইংরেজি) বা মাস। কমিউনিকেশনে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, কন্ঠস্বর উন্নত মানের হতে হবে, উচ্চারণে স্পষ্টতা থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স। ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন: নির্দিষ্ট মাসিক ৩৫,০০০ টাকা।
নিউজ রিডার-কাম-ট্রান্সলেটর (হিন্দি)। ১৪টি। শিক্ষাগত যোগ্যতা: যে-কোনও শাখায় স্নাতক। স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসেবে হিন্দি পড়ে থাকতে হবে। অথব জার্নালিজম বা মাস কমিউনিকেশনে (হিন্দি) ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে, ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের কাজে দক্ষ হতে হবে, প্রার্থীর উন্নত মানের কণ্ঠস্বর-সহ খবর পরিবেশনায় দক্ষতা থাকতে হবে, হিন্দি টাইপিংয়ে দক্ষ হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময় সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স। ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন। নির্দিষ্ট মাসিক ৩৫,০০০ টাকা।
নিউজ রিডার-কাম-ট্রান্সলেটর (সংস্কৃত)। ৩টি। শিক্ষাগত যোগ্যতা: সংস্কৃতে স্নাতক। ইংরেজি থেকে সংস্কৃতে ও সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদের কাজে দ হতে হবে, প্রার্থীর উন্নত মানের কন্ঠস্বর-সহ খবর পরিবেশনায় দক্ষতা থাকতে হবে, সংস্কৃত টাইপিংয়ে দক্ষ হতে হবে। পাশাপাশি, সাংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময় সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স। ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন। নির্দিষ্ট মাসিক ৩৫,০০০ টাকা।
নিউজ রিডার-কাম-ট্রান্সলেটর (উর্দু): ৮টি। শিক্ষাগত যোগ্যতা। জার্নালিজম বা মাস কমিউনিকেশনে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। উর্দু ভাষায় দক্ষতা থাকতে হবে, ইংরেজি থেকে উর্দু ও উর্দু থেকে ইংরেজিতে অনুবাদের কাজে দক্ষ হতে হবে, উর্দু টাইপিংয়ে দক্ষ হতে হবে। প্রার্থীর উন্নত মানের কন্ঠস্বর-সহ খবর পরিবেশনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞত থাকতে হবে। বয়স। ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন নির্দিষ্ট মাসিক ৩৫,০০০ টাকা।
রিপোর্টার (ইংলিশ): ৮টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় স্নাতক। সেই সঙ্গে আর্নালিজম বা মাস কমিউনিকেশনে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। প্রার্থীকে ইংরেজি ও হিন্দি ভাষা জানতে হবে এবং টাইপিংয়ে দক্ষ হতে হবে। কম্পিউটার-জ্ঞান থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স। ৩৩ বছরের মধ্যে হতে হবে। বেতন। নির্দিষ্ট মাসিক ৩৫,০০০ টাকা।
রিপোর্টার (লিগ্যাল): ৩টি। শিক্ষাগত যোগ্যতা। আইনে স্নাতক। সেই সঙ্গে আর্নালিজম (ইংরেজি) বা মাস কমিউনিকেশনে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। প্রার্থীকে ইংরেজি ও হিন্দি ভাষা জানতে হবে এবং টাইপিংয়ে দক্ষ হতে হবে। কম্পিউটার-জান থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স। ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন। নির্দিষ্ট মাসিক ৪০,০০০ টাকা।
২০-৮-২০২৫ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। অনলাইন দরখাস্ত করতে হবে এই
ওয়েবসাইটের মাধ্যমে: avedan prasubhar.eg/ অনলাইন দরখাস্ত করা যাবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।




