আপনি যদি লটারিতে ১ কোটি টাকা জেতেন। তবে ট্যাক্স কেটে আপনার হাতে কত আসবে আপনি জানেন?

রাতারাতি বড়লোক হওয়ার একমাত্র উপায় হল লটারি। আর লটারি কেটে রাতারাতি বড়লোক হয়েছে এমন মানুষের নজিরও নেহাত কম নেই। কিন্তু জানেন কি লটারির টাকা একাউন্টে ট্রান্সফার করার ক্ষেত্রে সমস্ত টাকাটাই যে হাতে পাওয়া যায় এমনটা নয়। লটারিতে টাকা জেতার পর একটি বড় আমানতের টাকা কর হিসেবে আয়কর দপ্তরের তরফে কেটে নেওয়া হয়ে থাকে। কিন্তু জানেন কি লটারিতে টাকা জেতার পর ঠিক কত টাকা ট্যাক্স কাটা হয় বা কত শতাংশ হারে ট্যাক্স কাটা হয়? চলুন তবে আজকের এই প্রতিবেদনে লটারিতে টাকা জেতার পর কত টাকা ট্যাক্স দিতে হয় তার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

কত শতাংশ হারে কর দিতে হয়: ১৯৬১ সালে ভারতের আয়কর আইন কার্যকর করা হয়েছে, আর তারপর থেকেই লটারিতে টাকা জিতলে বিজেতাকে ওই আমানতের ওপর একটি নির্দিষ্ট অংকের টাকা ট্যাক্স দিতে হয়। ১৯৬১ সালের ১৯৪B ধারা অনুসারে লটারির বিজেতাকে টাকা দেওয়ার আগে একটি নির্ধারিত হারে টিডিএস কাটা হয়।

এক্ষেত্রে ১০ হাজার টাকার বেশি অর্থের আমানতের উপর ৩০ শতাংশ হারে TDS কাটা হয়ে থাকে। শুধু তাই নয়, এক্ষেত্রে ওই আমানতের উপরে অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর ৩১.২ শতাংশ পর্যন্ত টিডিএস কাটা হতে পারে।

আরও পড়ুন: বিনামূল্যে ভুটান ভ্রমণের সুবর্ণ সুযোগ, কিভাবে? জেনে নিন।

ট্যাক্স কনসালটেন্ট: আয়কর মন্ত্রকের নিয়ম অনুসারে লটারিতে টাকা পাওয়ার পর আয়কর দেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনেকেই এই সম্পূর্ণ বিষয়টির জন্য ট্যাক্স কনসালটেন্টের দ্বারস্থ হয়ে থাকেন। তবে ট্যাক্স কনসালটেন্টের দ্বারস্থ হলে ট্যাক্স কমানো সম্ভব হলেও আয়কর দেওয়া আবশ্যক।

সাবধানতা: ড্রিম ইলেভেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের লটারিতে পুরস্কার জিতেছেন এমন প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন। কিছুদিন আগেই এক লরিচালক ড্রিম ইলেভেনে মাত্র ৪৯ টাকার বিনিময়ে নিজের টিম সাজিয়ে দেড় কোটি টাকা জিতেছেন। তবে লটারির নেশা খুবই বিপজ্জনক, লটারি কাটা যাতে কোনোভাবেই নেশার পর্যায়ে না দাঁড়ায় তার দিকে নজর দেওয়া আবশ্যক।