ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল নিয়ে সমগ্র দেশের ক্রিকেটপ্রেমী তথা যুব সমাজ থেকে শুরু করে কিশোর-কিশোরী এমনকি বয়সপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যেও উন্মাদনার শেষ নেই। কিন্তু কোনরকম সমস্যা ছাড়াই নিজের মোবাইল ফোনের মাধ্যমে আইপিএল দেখতে গেলে আপনার এমন একটি রিচার্জ প্যাক প্রয়োজন হবে যাতে আপনি হাইস্পিড ডেটা কানেকশনের পাশাপাশি প্রচুর পরিমাণ ডেটা পেয়ে যাবেন। আর গ্রাহকদের এই চাহিদাকে মাথায় রেখেই এয়ারটেলের তরফে এমন কতগুলি বিশেষ রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে গ্রাহকরা হাইস্পিড ডেটা কানেকশনের পাশাপাশি প্রতিদিন যথেষ্ট পরিমাণ ডেটাও পেয়ে যাবেন।
এয়ারটেলের ৩৯ টাকার রিচার্জ প্যাক: এয়ারটেলের তরফে জানানো হয়েছে যে, ৩৯ টাকার এই রিচার্জ প্যাকটিতে গ্রাহকরা সম্পূর্ণ ১ দিনের জন্য আনলিমিটেড ডেটা পেয়ে যেতে চলেছেন। সুতরাং আপনিও যদি কোনরকম সমস্যা ছাড়াই আইপিএল দেখতে চান তবে স্বল্পমূল্যের এই প্যাকটি আপনার জন্য একেবারে পারফেক্ট।
গুরুত্বপূর্ণ খবর: যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। আপনি কবে টাকা পাবেন জেনে নিন।
এয়ারটেলের ৪৯ টাকা রিচার্জ প্যাক: এয়ারটেলের ৪৯ টাকার রিচার্জ প্যাকেও আপনারা সম্পূর্ণ একদিনের জন্য আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে মজার বিষয় হল এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে আপনারা সম্পূর্ণ ৩০ দিনের জন্য উইঙ্ক প্রিমিয়ামের সম্পূর্ণ বিনামূল্যের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
এয়ারটেলের ৭৯ টাকা রিচার্জ প্যাক: এয়ারটেলের এই রিচার্জ প্যাকটির মূল্য ৯৯ টাকা ছিল, তবে বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে তা ৭৯ টাকা করা হয়েছে। এয়ারটেলের এই রিচার্জ প্যাকটির ভ্যালিডিটি ২ দিন। রিচার্জ প্যাকটিতে আপনারা অন্যান্য সুবিধার সঙ্গে পেয়ে যেতে চলেছেন আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা।

আইপিএল স্পেশাল অফার: এয়ারটেলের তরফে তাদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ৩৯ টাকা এবং ৪৯ টাকার দুটি বিশেষ ডেটা প্যাক লঞ্চ করা হয়েছে। এয়ারটেলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে মূলত গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে তাদের তরফে এই নতুন রিচার্জ প্যাক দুটি লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা যাতে কোনরকম সমস্যা ছাড়াই আইপিএল দেখতে পারে এবং ম্যাচ দেখার ক্ষেত্রে যাতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন বজায় থাকে তা নিশ্চিত করার জন্যেই এই পদক্ষেপ। আর তাতেই আইপিএলের সাথে সাথে এয়ারটেলের ও জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এয়ারটেলের ৯৯ টাকার রিচার্জ প্যাকটির দাম কমিয়ে ৭৯ টাকা করা হলে তা রীতিমতো গ্রাহকের মন জিতেছে।