আর দৌড়াতে হবে না সরকারি অফিস। এখন রেশন দোকানেই পাওয়া যাবে সমস্ত সরকারি সুবিধা।

লোকসভা নির্বাচনের আবহে আবারও রেশন সংক্রান্ত বড় ঘোষণা সামনে আনল কেন্দ্রীয় সরকার। এবার থেকে রেশন দোকানে চাল, আটা, গম, চিনি, ডালের মতো খাদ্যদ্রব্যের পাশাপাশি মিলবে বিশেষ সুবিধা। এবারে সাধারন মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাশাপাশি রেশন দোকান থেকে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ নথিপত্র সংক্রান্ত অতিরিক্ত সুবিধা প্রদানের কথা সামনে আনলো কেন্দ্রীয় সরকার। কিন্তু কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই নতুন ঘোষণায়? আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা বিনামূল্যের রেশন সংক্রান্ত এই নতুন ঘোষণা সম্পর্কে জানতে পারবেন।

রেশন দোকান বদলে হবে কমন সার্ভিস সেন্টার: এবার থেকে রেশন দোকানে চাল, গম, আটা, চিনির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পাশাপাশি মিলবে নথিপত্র তৈরি করার সুবিধাও। আজ্ঞে হ্যাঁ, আগামী দিনে খুব শীঘ্রই রেশন দোকান থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এর মতো গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরির বিশেষ সুবিধা পেতে চলেছেন সাধারণ জনগণ। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য মারফত জানা গিয়েছে যে, এবার থেকে রেশন দোকানগুলিকে কমন সার্ভিস সেন্টারে রূপান্তরিত করা হবে, ফলত রেশন দোকানগুলি থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করার সুবিধা মিলবে।

আরও পড়ুন: আরো ১০০ টাকা কমে পাবেন গ্যাস সিলিন্ডার। মানতে হবে এই নিয়ম।

কি কি সুবিধা পাওয়া যাবে: বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবর মারফত জানা গিয়েছে যে, বিগত বছর থেকেই রেশন দোকানগুলিকে রূপান্তরিত করে কমন সার্ভিস সেন্টারে পরিবর্তিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আর চলতি বছরে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য রীতিমত জোর কদমে কাজ শুরু করা হয়েছে। রেশন দোকানগুলিকে কমন সার্ভিস সেন্টারে রূপান্তরিত করা হলে তা থেকে সাধারণ জনগণ গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করতে পারবেন। এর পাশাপাশি পিএম উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী শ্রম যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সহ কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকল্প সম্পর্কে যথাযথ তথ্য মিলবে এই সমস্ত রেশন দোকানগুলি থেকে। সাধারণ মানুষের সুবিধার জন্য রেশন দোকানগুলিতে সরকারি কর্মী নিয়োগ করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কেন এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো: দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণকে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড -এর মত গুরুত্বপূর্ণ নথিগুলি তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট দূরত্ব অতিক্রম করে শহরে যেতে হয়। শুধু তাই নয়, এই সমস্ত নথি তৈরি করার জন্য সাধারণ নাগরিকদের সরকারি দপ্তরের লম্বা লাইনেও দাঁড়াতে হয়। আর তাতেই সাধারণ জনগণকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে রেশন দোকানগুলিকে কমন সার্ভিস সেন্টারে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ration Shop update (রেশন দোকানেই পাওয়া যাবে সমস্ত সরকারি সুবিধা)

বাড়তে চলেছে রেশন ডিলারদের কমিশন: তবে শুধুমাত্র সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার নয়া পদক্ষেপ ঘোষণা করেছে তা নয়। কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ডিলারদের কুইন্টাল প্রতি ২০ টাকা কমিশন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং আগামী দিনে সাধারণ জনগণের পাশাপাশি লাভবান হতে চলেছেন রেশন ডিলাররাও।