রাজ্যে ৩৫ হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। অঙ্গনওয়াড়ি নিয়োগ নিয়মে বড়ো পরিবর্তন।

রাজ্যের বিভিন্ন জেলায় আবারও বিপুল পরিমানে অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ হতে চলেছে। মোট ৩৫ হাজার কর্মী নিয়োগের কথা জানিয়েছে রাজ্য সরকার। এই নিয়োগ কিছুদিন আগে হবার কথা থাকলেও নিয়মে বড়ো পরিবর্তন আসায় এখন এই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেবার চেষ্টা করবো।

নিয়োগে এত দেরি কেন?

এই শূন্যপদে বহুদিন আগেই নিয়োগ হবার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের মতে কেন্দ্র সরকারের নতুন নিয়ম এই নিয়োগ প্রক্রিয়ার দেরির জন্যে দায়ী। রাজ্য সরকার জানায় আগে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদনের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল। যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ এবং সহায়িকা পদে নিয়োগের জন্য অষ্টশ শ্রেণী পাশের যোগ্যতা প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার এই শিক্ষাগত যোগ্যতার কাঠামো পরিবর্তন করে দুই ক্ষেত্রে আবেদনের জন্যই উচ্চমাধ্যমিক পাশকে ম্যান্ডেটারি করে দিয়েছে।

আরও পড়ুন:- দরকারি সময়ে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ডাউনলোড করুন দরকারি ডকোমেন্স

মোট কত শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে।

রাজ্য সরকার শুক্রবার বিধানসভায় জানায় মোট ৩৫ হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে কর্মী নিয়োগ হতে চলেছে। কিছু কিছু জেলায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বাকি জেলায় খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।

West Bengal Anganwadi Recruitment

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার শূন্যপদ

বিধানসভায় মন্ত্রী জানান পশ্চিমবঙ্গে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৪৮১ টি। এই সমস্ত কেন্দ্রে মোট ২১ হাজার ৪৯২ টি অঙ্গনওয়াড়ি কর্মীর পদ ফাঁকা রয়েছে এবং ১৩ হাজার ৯০৬ টি সহায়িকা পদ শূন্য অবস্থায় রয়েছে। এই সমস্ত পদেই এবার কর্মী ও সহায়িকা নিয়োগ হতে চলেছে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫ হাজার ৩৯৮ টি।

বয়সসীমা পরিবর্তন:-

আগে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হতো। কিন্তু বর্তমানে এই নিয়মেও পরিবর্তন করেছে কেন্দ্র সরকার। নতুন নিয়ম অনুযায়ী কেউ আবেদন করতে চাইলে তার বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

অঙ্গনওয়াড়ি২০২৪
শূন্যপদ৩৫ হাজার ৩৯৮
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক পাশ
বয়সসীমা১৮ থেকে ৩৫ বছর

অর্থাৎ এবার যারা যারা অঙ্গনওয়াড়ি পদে ও সহায়িকা পদে আবেদন করতে চলেছেন তাদের নতুন আপডেটগুলো জেনে আবেদন করতে হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের আপডেট রয়েছে। এবং খুব তাড়াতাড়ি সমস্ত রাজ্য জুড়ে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

Leave a Comment