এখন ঘরে বসে বানিয়ে নিন নতুন ভোটার আইডি কার্ড। রইলো সমস্ত পদ্ধতি।

আগে ভোটার আইডি কার্ড তৈরি করতে হলে ৩ থেকে ৬ মাসের সময় লাগতো। কিন্তু বর্তমানে ভারত সরকারের তত্ত্বাবধানে, হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে আপনি আপনার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার ১২ দিনের মধ্যে আপনার ভোটার কার্ড আপনার হাতে পৌঁছে যাবে।

ভোটার কার্ড আবেদন:-

নতুন ভোটার কার্ড বানানোর জন্য আপনাকে সবার প্রথমে প্লে স্টোর থেকে Voter Helpline অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তারপর অ্যাপটি ওপেন করে মোবাইল নাম্বারের সাহায্যে লগ ইন করে নিতে হবে। এরপর Voter Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর From 6 অর্থাৎ New Voter Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে দুটি অপশন আসবে। প্রথমটি, আপনার কাছে আগে থেকে ভোটার কার্ড আছে এবং দ্বিতীয়টি আপনার কাছে ভোটার কার্ড নেই। আপনি সঠিক অপশনটি ক্লিক করলে আপনার কাছে ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের ফর্মটি খুলে যাবে। এরপর সমস্ত অপশন সঠিক ভাবে পূরণ করতে হবে।

 Voter ID Card

ভোটার কার্ড আবেদনের জন্য প্রয়োজনীয় ডকোমেন্স:-

আপনি যখন অনলাইনে আবেদন করতে যাবেন তখন অ্যাডেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনার কাছে ডকোমেন্স চাওয়া হবে। আপনি নিজের পছন্দ মতো ডকোমেন্স আপলোড করতে পারেন। এছাড়াও আপনার রেফারেন্স হিসেবে আপনার পরিবারের কারো একজনের ভোটার কার্ডের নাম্বার আপনাকে ফর্ম পূরণের সময় সাবমিট করতে হবে।

আরও পড়ুন:- কেন্দ্র সরকার চালু করলো পিএম সন্নিধি প্রকল্প। এবার লোন পাওয়া হবে আরো সহজ।

স্ট্যাটাস চেক:-

আবেদন সম্পূর্ন হলে আপনাকে একটি রেজিষ্ট্রেশন নাম্বার দেওয়া হবে। আপনি সেই নাম্বারটিকে কোথাও লিখে বা কপি করে রাখবেন এবং স্ট্যাটাস চেক করার সময়ে ভোটার হেল্পলাইন অ্যাপ খুলে সাইড বারে একটি অপশন পাবেন Status of Application, সেটাতে ক্লিক করুন। এরপর সেই নাম্বারটি বসিয়ে রাজ্য সিলেক্ট করে Track Status এ ক্লিক করলেই আপনার আবেদনের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন।

ভোটার হেল্পলাইন অ্যাপLink
ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটLink

ভোটার কার্ড ডাউনলোড:-

যদি কোনো কারণ বসত আপনার ভোটার কার্ড আসতে দেরি হয় তবে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এরজন্য আপনাকে ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়ে Download e-EPIC অপশনে ক্লিক করতে হবে এবং এরপর আপনার ভোটার আইডি নাম্বার টাইপ করুন। এরপর নিজের রাজ্যের নাম সিলেক্ট করুন। এরপর আপনার কাছে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। সেটি দিয়ে সাবমিট করলে আপনার মোবাইলে একটি OTP আসবে, সেটা সঠিক স্থানে বসিয়ে Verify and Download অপশনে ক্লিক করলেই আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে।