উজ্জ্বলা যোজনায় নতুন গ্রাহকেরা আবেদন করবেন কিভাবে? জেনে নিন বিস্তারিত।

সমগ্র ভারতে এখনো পর্যন্ত বহুসংখ্যক মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, আর অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত মানুষকে নিজেদের খাদ্যের চাহিদা পূরণের জন্য কাঠের উনুনে রান্না করতে হয়। কিন্তু এর ফলে বায়ু দূষণের হার ক্রমাগত বাড়ছে এবং তাতে দেশব্যাপী মানুষের স্বাস্থ্য ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। যার জেরে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৬ সালে উজ্জ্বলা যোজনা কার্যকর করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কার্যকরী এই বিশেষ যোজনার অধীনে দরিদ্রসীমার নিচে অবস্থিত পরিবারগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশন প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুন – ইন্টারনেট ছাড়াই কলের মাধ্যমে UPI Payment করুন এক নিমেষে। রইলো পদ্ধতি।

উজ্জ্বলা যোজনা – কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র ভারতের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা প্রদান করা হয়ে থাকে। এই যোজনায় আওতাভুক্ত মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন দেয়া হয়ে থাকে, শুধু তাই নয়, এর পাশাপাশি প্রথম গ্যাস সিলিন্ডারটি এবং ওভেন সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলিও সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুসারে ২০২৪ সাল থেকে সাধারণ এলপিজি উপভোক্তাদের তুলনায় উজ্জ্বলা যোজনার অধীনস্থ গ্রাহকরা এলপিজি গ্যাস কেনার ক্ষেত্রে অতিরিক্ত ৩০০ টাকার ভর্তুকি পাবেন। যদিও এই ভর্তুকি শুধুমাত্র ১২ টি গ্যাসের জন্য প্রযোজ্য হবে। সুতরাং উজ্জ্বলা যোজনার আওতাধীন মহিলারা এই ১২ টি গ্যাসের জন্য সম্পূর্ণ ৩৬০০ টাকা সাশ্রয় করতে পারবেন।

আরও পড়ুন – ৩০০ টাকা কমলো গ্যাসের দাম, LPG সিলিন্ডারের নতুন দাম জেনে নিন।

কারা এই যোজনার সুবিধা পাবেন – কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, ভারতে বসবাসকারী ১৮ বছরের বেশি বয়সী বিপিএল তালিকাভুক্ত যেকোন মহিলাই উজ্জ্বলা যোজনার সুবিধার পাওয়ার উপযুক্ত। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে আরও উল্লেখ করা হয়েছে যে, উজ্জ্বলা যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে গেলে ওই পরিবারের অন্য কোনো সদস্যের নামে গ্যাস কানেকশন থাকা চলবে না। অন্যদিকে যে সমস্ত পরিবারগুলি কর্মসূত্রে নিজেদের স্থায়ী বাসস্থান ছেড়ে অন্য কোনো জায়গায় বসবাস করছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথি – উজ্জ্বলা যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে যে নথিগুলি প্রয়োজন হবে তা হল,
১. আধার কার্ডের ফটোকপি
২. রেশন কার্ডের ফটোকপি
৩. বিপিএল কার্ডের ফটোকপি
৪. বিপিএল তালিকায় আপনার নামের প্রিন্ট
৫. ব্যাংকের পাস বইয়ের ফটোকপি
৬. পাসপোর্ট সাইজের ছবি
৭. বয়সের শংসাপত্র
৮. মোবাইল নম্বর

আবেদনের প্রক্রিয়া – উজ্জ্বলা যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে। পরবর্তীতে এই ওয়েবসাইটের হোম পেইজে থাকা Click Here to apply for New Ujjwala 2.0 Connection অপশনটিতে ক্লিক ক্লিক করতে হবে,

Apply for New Ujjwala Connection

এরপর আপনার সামনে Indane gas, Bharat gas এবং Hp gas এই তিনটি গ্যাস ডিস্ট্রিবিউটারের নাম চলে আসবে। এরপর আপনার পছন্দসই ডিস্ট্রিবিউটরকে বেছে নিয়ে Click here to apply অপশনে ক্লিক করলেই আপনার সামনে উজ্জ্বলা যোজনার ফর্মটি চলে আসবে। এরপর এই ফর্মটি প্রিন্ট করে নিয়ে সমস্ত তথ্য পূরণ করে আপনার বাড়ির নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটর -এর কাছে প্রয়োজনীয় নথিপত্র সহকারে জমা করলে উজ্জ্বলা যোজনার অধীনে নিজের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এরপর আপনার সমস্ত নথিপত্র সরকারি কর্মকর্তাদের তরফে যাচাই করা হবে এবং সমস্ত নথি ঠিক থাকলে পরবর্তীতে আপনি উজ্জ্বলা যোজনার অধীনে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশন পেয়ে যাবেন।

উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটLink