লাখপতি দিদি যোজনা কেন্দ্র সরকারের একটি নতুন যোজনা। এই যোজনার মূল উদ্দেশ্য ভারতের নারী ক্ষমতায়ন। ২০২৪ সালের বাজেট অধিবেশনে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়। এই লাখপতি দিদি যোজনায় মহিলাদের বিনা সুদে ৫ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়ে থাকে এবং এই টাকা ব্যবহার করে মহিলারা আর্থিক ভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। আপনি কিভাবে এই প্রকল্পের আওতায় আবেদন করবেন? এবং এই প্রকল্পের সুবিধা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করতে চলেছি।
লাখপতি দিদি যোজনার মূল উদ্দেশ্য কি:- লাখপতি দিদি যোজনার মূল উদ্দেশ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলা এবং মহিলাদের আয়ের উৎস তৈরি করা। এই যোজনার আওতায় সরকার মহিলাদের বিভিন্ন ভাবে ট্রেনিংও দিয়ে থাকে, যাতে করে মহিলারা লোনের টাকা সঠিক কোনো কাজে ব্যবহার করতে পারে।

লাখপতি দিদি যোজনায় আবেদনের যোগ্যতা:- এই যোজনা শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের জন্য যারা স্বাবলম্বী হতে চায় এবং এই যোজনার সুবিধা নিতে হলে আপনাকে কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। কারণ এই যোজনার সুবিধা শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই পাবেন।
লাখপতি দিদি যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:- আপনি যদি লাখপতি দিদি যোজনায় আবেদন করতে চান তবে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাসস্থানের প্রমাণপত্রের সঙ্গে ছবি, আধার কার্ড, নিজস্ব মোবাইল নাম্বারের প্রয়োজন পড়বে।
আরও পড়ুন:- মাধ্যমিক পাশ যোগ্যতায় মাল্টি টাস্কিং স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ।
লাখপতি দিদি যোজনায় আবেদন পদ্ধতি:- আপনি যদি লাখপতি দিদি যোজনায় আবেদন করতে চান তবে আপনি অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে https://lakhpatididi.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং অফলাইনে আবেদন করবার জন্য আপনাকে BDO অফিসে যোগাযোগ করতে হবে।