ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত কেন্দ্রীয় বাজেটেই রুফটপ সোলার প্যানেল এর কথা বলা হয়েছিল। এবার সেই সূত্র ধরেই পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে ঘোষণা করা হলো।
পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা কি?
পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা কেন্দ্রীয় সরকারের একটি নতুন প্রকল্প। যার মাধ্যমে ভারত জুড়ে ১ কোটি পরিবার প্রত্যেক মাসে পেয়ে যাবে ৩০০ ইউনিট ফ্রী বিদ্যুৎ। এই প্রকল্পের খাতে কেন্দ্র সরকার ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে।
পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার সুবিধা পেতে বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে হবে। এক্ষেত্রে যা খরচ হবে সেই ব্যায়ভার বহন করবে কেন্দ্র সরকার। ভর্তুকির টাকা সরাসরি ঢুকবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে।

এই ফ্রী বিদ্যুৎ পাওয়া যাবে রুফটপ সোলারাইজেশনের মাধ্যমে। অর্থাৎ বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে হবে, অর্থাৎ সূর্যের আলো থেকে বিদ্যুতের জোগান আসবে। লোডশেডিং এর থেকেও চিন্তামুক্ত থাকা যাবে। বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই চার্জ করা যাবে এর মাধ্যমে। একবার সোলার প্যানেল বসালে তা ২৫ বছর পর্যন্ত কর্মক্ষম থাকবে। অর্থাৎ ২৫ বছর পর্যন্ত ইলেকট্রিসিটি নিয়ে আর বিশেষ কোনো চিন্তা থাকবে না।
প্রথমে সোলার প্যানেল বসানোর খরচ গ্রাহককেই বহন করতে হবে। তবে পরবর্তীতে কেন্দ্রীয় সরকার ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে।
সোলার প্যানেল বসানোর খরচ:-
১ কিলো ওয়াট পাওয়ারের সোলার প্যানেল বসানোর খরচ আনুমানিক ৫৫,০০০-৬৫,০০০ টাকা। ২ কিলো ওয়াট পাওয়ারের সোলার প্যানেল বসানোর আনুমানিক খরচ ১,০০,০০০-১,১৫,০০০ টাকা। ৩ কিলো ওয়াট পাওয়ারের সোলার প্যানেল বসানোর আনুমানিক খরচ ১,৫০,০০০ টাকা। এর বেশি কিলো ওয়াট পাওয়ারের সোলার প্যানেল বসাতে গেলে প্রতি কিলো ওয়াটের জন্যে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা বাড়তি খরচ হবে।
আরও পড়ুন:- সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে কি কি খেয়াল রাখবেন? চুরির ফোন থেকে সাবধান।
ভর্তুকি অর্থাৎ সাবসিডির পরিমাণ:-
১ কিলো ওয়াট পাওয়ারের সোলার প্যানেল বসালে ভর্তুকি পাওয়া যাবে আনুমানিক ৩০,০০০ টাকা। ২ কিলো ওয়াট পাওয়ারের সোলার প্যানেল বসালে ভর্তুকি পাওয়া যাবে আনুমানিক ৬০,০০০ টাকা। ৩ কিলো ওয়াট কিংবা তার বেশি পাওয়ারের সোলার প্যানেল বসালে ভর্তুকি পাওয়া যাবে আনুমানিক ৭৮,০০০ টাকা। ভর্তুকির টাকা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে।

কারা কারা পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার সুবিধা পাওয়ার যোগ্য?
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে গ্রাহকের বাড়িতে কংক্রিটের ছাদ থাকতে হবে। এছাড়াও বাড়িটি একক মালিকানা বিশিষ্ট হতে হবে। কোনো আবাসন কিংবা একাধিক মালিকানা বিশিষ্ট বাড়ি এই প্রকল্পের আওতায় আসবে না। ১ কিলো ওয়াট পাওয়ারের সোলার প্যানেল বসাতে প্রায় ৮-১০ স্কোয়ার মিটার জায়গা লাগবে। যা দিনে প্রায় ৪-৫.৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।
আবেদন পদ্ধতি:-
ইচ্ছুক গ্রাহকদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার অফিসিয়াল পোর্টালে। রেজিস্ট্রেশন করার জন্যে গ্রাহকের নাম, মোবাইল নাম্বার, রাজ্য, জেলা, বিগত ছয় মাসের ইলেকট্রিক বিলের ছবি, ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি, কনজিউমার নাম্বার, ইমেইল আইডি, কংক্রিটের ছাদ এর ছবি ইত্যাদি তথ্য লাগবে। গ্রাহকরা
রেজিস্ট্রেশন করার জন্যে তাদের নিকটস্থ পোস্ট অফিসেও যেতে পারেন।
PM Surya Ghar Muft Bijli Yojana | অফিসিয়াল ওয়েবসাইট |
রেজিস্ট্রেশন করার পর মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি এর তরফ থেকে গ্রাহকের বাড়িতে এসে সোলার প্যানেল বসানোর জায়গাটি পর্যবেক্ষণ করে যাবে। সমস্ত দিক ঠিক থাকলেই অর্থাৎ ছাদের এরিয়াটি সোলার প্যানেল বসানোর উপযুক্ত হলেই গ্রাহক সোলার প্যানেল বসাতে পারবে।
শুধু ফ্রী বিদ্যুৎ সরবরাহই নয়, কর্মসংস্থানও বাড়বে এই প্রকল্পের মাধ্যমে। বাড়িতে বাড়িতে সোলার প্যানেল বসানো হোক কিংবা জনগণকে এই প্রকল্প সম্পর্কে অবগত করা এসবের মাধ্যমে কর্মসংস্থান পাবে বহু মানুষ।