এই স্কলারশিপে আবেদন করলেই মিলবে ৭৩,৫০০ টাকার অনুদান, জেনে নিন আবেদন পদ্ধতি।

কোটাক মাহিন্দ্রা গ্রুপের তরফে সমগ্র ভারতের মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য কোটাক জুনিয়র স্কলারশিপ নামক এক বিশেষ স্কলারশিপ কার্যকর করা হয়েছে। দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা কোটাক জুনিয়র স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, অনুদানের পরিমাণ, আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং এই স্কলারশিপের আওতায় আবেদনের শেষ তারিখ সম্পর্কে জানতে পারবেন।

আবশক যোগ্যতা:
১. SSC কিংবা CBSE অথবা ICSE বোর্ডের আওতাধীন যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ৮৫ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণীর পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন এবং বর্তমানে আর্টস, কমার্স কিংবা সাইন্স বিভাগে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
২. আবেদনকারী ছাত্র-ছাত্রীদের পরিবারের বাৎসরিক আয় ৩,২০,০০০ টাকার কম হলে তবেই তারা স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।

অনুদান এবং অন্যান্য সুবিধা: একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের অধীনে প্রতিমাসে ৩,৫০০ টাকা করে অনুদান পাবেন। শিক্ষার্থীরা দুই বছরে ২১ মাসের জন্য এই স্কলারশিপের টাকা পেয়ে থাকেন এবং এই ২১ মাসে ছাত্র-ছাত্রীদের ৭৩,৫০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারের দিন শেষ, এবার থেকে পাইপলাইন মারফত বাড়ি বাড়ি পৌঁছে যাবে গ্যাস।

আবেদনের প্রক্রিয়া: এই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীদের Buddy4Study -এর অফিসের ওয়েবসাইটএ যেতে হবে। ওয়েবসাইটের হোম পেইজে কোটাক জুনিয়র স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে সমস্ত তথ্য উল্লিখিত থাকবে, সমস্ত তথ্য পড়ে নিয়ে এই পেজটির একেবারে শেষে থাকা Apply Now অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে User Name এবং Password -এর মাধ্যমে Login -এর প্রক্রিয়াটিও সম্পন্ন করতে হবে।

পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Start Application অপশনে ক্লিক করে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি পূরণ করতে হবে এবং আবেদনের জন্য আবশ্যক নথিসমূহ সঠিকভাবে আপলোড করতে হবে। এরপর Terms and Conditions -এর চেক বক্সে ক্লিক করে Preview অপশনে ক্লিক করুন। সমস্ত তথ্য এবং নথি ঠিক থাকলে Submit অপশনে ক্লিক করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে অবশ্যক নথিপত্র:
১. দশম শ্রেণীর মার্কশিট।
২. আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের ইনকাম সার্টিফিকেট।
৩. আবেদনকারী শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ফটো।
৪. শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের আধার কার্ড।
৫. শিক্ষার্থীর রেশন কার্ড।
৬. প্যান কার্ড।
৭. স্কুল লিভিং সার্টিফিকেট।
৮. ইনকাম ট্যাক্স রিটার্নের কপি (যদি পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তবে এটি প্রযোজ্য)
৯. আবেদনকারীর ব্যাংক একাউন্টের সমস্ত ডিটেইলস।
১০. শিক্ষার্থীর পিতা অথবা মাতা কিংবা উভয়েই যদি মারা গিয়ে থাকেন তবে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট।

Kotak Junior Scholarship (কোটাক জুনিয়র স্কলারশিপ)

আবেদনের সময়সীমা: ইতিমধ্যে স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং ৩০ শে জুন ২০২৪ তারিখ পর্যন্ত তা কার্যকর থাকবে।

আবেদন লিঙ্ক: Link