এখন পড়াশোনার সাথে সাথে করা যাবে পার্ট টাইম জব। রাজ্য সরকার চালু করলো West Bengal Internship Scheme

আপনি কি পড়াশোনা সাথে সাথে পার্ট টাইম জব করে টাকা ইনকাম করতে আগ্রহী? তবে রাজ্য সরকার আপনার জন্য নিয়ে এলো এক নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতায় আপনি পড়াশোনার সাথে সাথে পার্ট টাইম সরকারি কাজ করে রোজগার করতে পারবেন। এই প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গল ইন্টার্নশিপ স্কিম নামে পরিচিত। কি এই প্রকল্প? কারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন? আবেদন পদ্ধতি কি? সমস্ত কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে।

West Bengal Internship Scheme কি:- ওয়েস্ট বেঙ্গল ইন্টার্নশিপ স্কিম (West Bengal Internship Scheme) সম্বন্ধে জানার আগে আমরা জেনে নিই ইন্টার্নশিপ কি? আপনি যখন পড়াশোনার পাশাপাশি কোনো পার্ট টাইম জব করেন অভিজ্ঞতার জন্য তখন তাকে ইন্টার্নশিপ বলা হয়ে থাকে। ইন্টার্নশিপ শেষে আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, যা ভবিষ্যতে আপনার অন্যান্য চাকরি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে থাকে। ইন্টার্নশিপ করার সময় আপনি স্টাইপেন্ড বা বেতন পেয়ে থাকেন। যা আপনি আপনার পড়াশোনার কাজে ব্যবহার করতে পারেন।

West Bengal Internship Scheme মূলত পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প। যেখানে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে পার্ট টাইম কাজের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা বাড়াতে পারবে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ নিজেদের পড়াশোনা ও অন্যান্য কাজে ব্যবহার করতে পারবে।

Apply West Bengal Internship Scheme

কারা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন : আপনি যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকেন তবে আপনি এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার শেষ পরীক্ষায় আপনাকে ৬০% নাম্বার তুলতে হবে এই ইন্টার্নশিপে আবেদন করবার জন্য এবং ইন্টার্নশিপে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে ৪০ বছরের মধ্যে।

ইন্টার্নশিপে কত বেতন দেওয়া হবে : আপনাকে এই ইন্টার্নশিপে সার্টিফিকেটের পাশাপাশি প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে যা আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন:- সাইবার ক্যাফের ব্যবসা কিকরে শুরু করবেন? জেনে নিন বিস্তারিত তথ্য।

ইন্টার্নশিপের আওতায় কি ধরনের কাজ করতে হবে : ইন্টার্নশিপের আওতায় আপনাকে বিভিন্ন ধরনের কাজ দেওয়া হতে পারে। তা অফিসিয়াল কাজ হতে পারে বা সরকারি কাজ হতে পারে। যেমন- ডাটা এন্ট্রি, সরকারি প্রকল্প বিষয়ক কাজ এবং এই সমস্ত কাজ আপনাদের দেওয়া হবে আপনার নিকটবর্তী BDO অফিস, SDO অফিস, পৌরসভা, পঞ্চায়েতের আওতায়।

আবেদন করবেন কিভাবে : এই ইন্টার্নশিপে আবেদন করবার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার উচ্চশিক্ষা পোর্টালে যেতে হবে৷ সেখানে গিয়ে আবেদন করতে হবে। এখনো পর্যন্ত আবেদন চালু হয়নি। বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ হলেই এই পোর্টালের মাধ্যমে West Bengal Internship Scheme -এর আওতায় আবেদন করা যাবে।

বাংলার উচ্চশিক্ষা পোর্টালLink
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment