Latest NewsEducation

আবারো ১১ বছর পর উচ্চ মাধ্যমিক সিলেবাসে বদল, এবার পাস ফেলের চিন্তায় একেবারে শেষ

২০১৩ সালের পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস ২০২৪ সালে একাধিক পরিবর্তন নিয়ে আসছে শিক্ষা কমিশন। পরীক্ষার্থীকে আর পাস ও ফেলের চিন্তা করতে হবে না, উচ্চমাধ্যমিকে এবার সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। উচ্চমাধ্যমিকের প্রতিটি সেমিস্টারের পাশ ফেল সিস্টেম থাকবে বলে জানানো হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ নতুন করে তথ্য জারি করে জানিয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে মোট চারটি সেমিস্টার থাকবে, প্রতিটি সেমিস্টারের চারবার পাঁচ ফেল সিস্টেম থাকবে ১১ ও ১২ তম প্রতিটি সেমিস্টারের কাজ করতে হবে তবে পরবর্তী সেমিস্টারে যেতে পারবে। তবে পাশ ফেলের এই চিন্তা নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় চাপ বাড়ছে তাই এই ধরনের নতুন ভাবনা ভাবছে শিক্ষামূলক। 

উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ সচিব প্রিয়দর্শনী মল্লিক প্রক্রিয়া শুরু হলেও মূল্যায়নের মান যাতে না কমে সেদিকে জোর দিতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্কুল স্তরে প্রথম সেমিস্টার শুরু করেছে। 

পরীক্ষার্থীকে প্রতিটি সেমিষ্টারে নিম্নতম নাম্বার পেতে হবে সেই নাম্বার নির্ধারণ করবে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা পর্ষদ ডিপার্টমেন্ট। আর দুর্ভাগ্যবশত যদি কোন পরীক্ষার্থীর নিম্নতম নাম্বারও না থাকে তবে তার জন্য আলাদা ব্যবস্থা হোক করবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ এ সমস্ত কিছু আপডেট নোটিফিকেশনের সাথে জারি করা আমি খুব শীঘ্রই। আপনাদের স্কুল ও অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group