হাবড়া স্টেশনের কাছে বড় বিপত্তি! বনগাঁ-শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন চলাচল

লোকাল ট্রেনে ফের একবার বিপত্তি। বিঘ্নিত বনগাঁ-শিয়ালদা শাখার ট্রেন চলাচল। বনগাঁ শাখার হাবড়া স্টেশনের কাছে ৩০ নম্বর রেল গেটটি গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল। আর সেই রেল গেটটিই গিয়ে পড়ে ওভারহেডের তারে। তারপরেই আগুনের ফুলকি ছিটকে বের হতে থাকে। ফলে ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাবড়া পুরসভার চেয়ারম্যান।

বনাগাঁ-শিয়ালদা শাখায় ট্রাকের ধাক্কায় রেল গেট ভেঙে গিয়ে পড়ল ওভারহেডের তারে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ডাউন লাইনের রেল চলাচল। জানা গিয়েছে, হাবড়া এলাকায় ৩০ নম্বর রেল গেটটি গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল। রেল গেটটি গিয়ে পড়ে ওভারহেডের তারে। ফলে সেখান থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। এদিকে এরই মাঝে সেখানে পৌঁছয় ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল। আগুনের ফুলকি দেখে চরম আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি ট্রেন থেকে লফিয়ে নামতে শুরু করেন যাত্রীরা। হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে খবর।

WhatsApp Image 2024 07 01 at 10.09.28 AM

দ্রুত ঘটনার কথা ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মানুষজন। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনার জন্য রেলের গাফিলতিকেই দায়ী করেন তাঁরা। নারায়ণচন্দ্র সাহা বলেন, ‘একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সবাই। রেলগেটে ভেঙে ওভারহেডের তারে পড়েছে এবং সেখান থেকে আগুন ছিটকে এসেছে। যাত্রীরা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছিল। যাত্রীরা লাফিয়ে ট্রেন থেকে নামতে থাকে। যাত্রীদের টোটো, অটো এবং ভ্যানে করে শহরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। রেলের কাছে অনুরোধ গোটা ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হোক।’

এর ফলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত বলেও মনে করছেন কেউ কেউ। ঘটনার জেরে বেশকিছুক্ষণ বন্ধ ট্রেন চলাচল। যদিও এদিন রবিবার, ছুটির দিন। তাই সপ্তাহের কাজের দিনের তুলনায় খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের ভিড় কম। কিন্তু তারপরেও যে সমস্ত মানুষ এদিন বিভিন্ন কারণে ট্রেনে সফর করছিলেন, তাঁদের এই ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, একটি ট্রাক ধাক্কা মারার ফলে রেলগেটটি ওভারহডের তারের উপরে পড়েছে। বর্তমানে পাওয়ার ব্লক নিয়ে মেরামতির কাজ চলছে। ওই ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলেও জানান কৌশিক মিত্র।

>রেল গেট ভেঙে পড়ল ওভারহেডের তারে

>দেখা গেল আগুনের ফুলকি

>বনগাঁ-শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল

আরোও পড়ুন:-

জুন মাস শেষ হয়ে গেল, সোমবার থেকে জুলাই মাস শুরু হবে। 

Leave a Comment