প্রতি ব্লকে ব্লকে তৈরি হবে VIP সরকারি স্কুল। কেন্দ্র সরকার চালু করলো PM Shri Schools প্রকল্প।

সমগ্র ভারতব্যাপী জনসংখ্যা ক্রমাগত হারে বাড়লেও জনসংখ্যা অনুসারে স্কুলের সংখ্যা যথেষ্ট নয়, এমনকি সারা ভারতের নানাবিধ ক্ষেত্রে এমন কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় যথেষ্ট দূরত্বের ব্যবধানে শুধুমাত্র একটি স্কুল রয়েছে। আর সমগ্র ভারতব্যাপী শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত এই সমস্যা দূর করার জন্য এবারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো।

পিএমশ্রী স্কুল – কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র ভারত ব্যাপী শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করার খাতিরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সারাদেশে PM Shri Schools স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা অনুসারে, আগামী দিনে দেশের প্রতিটি ব্লকে অন্ততপক্ষে একটি করে স্কুল খোলা হবে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের খবরে। এক পরিসংখ্যানে উল্লিখিত তথ্য অনুসারে, খুব শীঘ্রই সমগ্র ভারতবর্ষে প্রায় ১৪ হাজার ৫০০ টি পিএমশ্রী স্কুল খোলা হবে।

এই স্কুলগুলিতে আধুনিক এবং উন্নত পদ্ধতিতে শিক্ষাদান এবং পঠন-পাঠনের ব্যবস্থা কার্যকর করা হবে। তবে শুধুমাত্র যে সমগ্র দেশব্যাপী নতুন স্কুল তৈরি করা হবে এমনটা নয়, অনেক ক্ষেত্রে বর্তমানে যেসমস্ত স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পিএমশ্রী স্কুলে উত্তীর্ণ করা হবে। কেন্দ্রীয় বিদ্যালয় আদলে তৈরি এই স্কুলগুলি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে এমনটাই জানা গিয়েছে কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে।

PM Shri School in India

কি কি সুবিধা পাওয়া যাবে – কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, পিএমশ্রী স্কুলে স্মার্ট ক্লাসরুম, ল্যাব, অত্যাধুনিক লাইব্রেরী, খেলার মাঠ সহ আরো বিভিন্ন ধরনের শিক্ষা উপযোগী নিত্যনতুন উপকরণ রাখা হবে। এমনকি শুধু পড়াশুনা নয় এই সমস্ত বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের খেলাধূলার পাশাপশি সহপাঠক্রমিক কার্যাবলীর দিকেও বিশেষভাবে নজর দেওয়া হবে।

শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যা না হয় তা সুনিশ্চিত করার জন্য শিক্ষকদের পৃথকভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে। অন্যদিকে, শিশুদের ক্লাসরুমে রাখা হবে খেলনা সহ বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি, যা তাদের ছোটবেলা থেকেই শিক্ষাক্ষেত্রে অনেক বেশি পারদর্শী করে তুলবে। শুধু তাই নয় সিলেবাসের ক্ষেত্রেও রয়েছে চমক। জৈব জীবনধারা এই স্কুলের পাঠ্যক্রমের এক বিশেষ অংশ হতে চলেছে বলেই দাবি করা হচ্ছে শিক্ষা মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফে।

আরও পড়ুন – SBI এর Annuity Deposit Scheme এ একবার ইনভেস্ট করে প্রতি মাসে পেয়ে যান ভালো পরিমাণ রিটার্ন

থাকবে প্রবেশিকা পরীক্ষাও – পিএমশ্রী স্কুল সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য প্রকাশ্যে আনার পর থেকেই সাধারণ জনগণের মধ্যে এই স্কুল নিয়ে ঔৎসুক্য ক্রমান্বয়ে বাড়ছে। আর এক্ষেত্রে মূল যে প্রশ্নটি সামনে এসেছে তা হল, পিএমশ্রী স্কুলে ভর্তির ক্ষেত্রে কি কোনোরূপ প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করা হবে? এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, প্রাথমিকভাবে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনোরূপ স্পষ্ট তথ্য কিংবা নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়নি।

এই স্কুল তৈরির কারণ কি – বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে সরকারি স্কুলগুলির তুলনা বেসরকারি স্কুলগুলি প্রাধান্য লাভ করছে। অনেক ক্ষেত্রেই সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা বেশি হয়ে উঠছে। আর এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই জানানো হয়েছে। কেন্দ্র সরকারের তরফে এই পিএমশ্রী স্কুল গঠনের সিদ্ধান্ত আগামী দিনে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের পথ আরো সুগম করে তুলবে তা বলাই বাহুল্য।