ভারত সরকারের নতুন পদক্ষেপ, ইন্টারনেট ছাড়াই মিলবে যেকোনো ভিডিও কনটেন্ট দেখার সুবিধা।

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বব্যাপী সাধারণ মানুষের অন্যতম উল্লেখযোগ্য সঙ্গী হয়ে উঠেছে ইন্টারনেট এবং নানাধরনের অ্যাপ। কিন্তু বহুক্ষেত্রেই দেখা যায় নেটওয়ার্ক কানেকশনের সমস্যার কারণে ইউটিউব কিংবা ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলিতে ভালোভাবে ভিডিও দেখা যায় না, অনেক সময়ে আবার কোনো ভিডিও কনটেন্ট দেখার সময় মাঝপথেই তা আটকে যায় এবং বেশ খানিকটা সময় নিয়ে ধীরে ধীরে ভিডিওটি দেখতে হয়। তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানও হাজির হতে চলেছে। আগামী দিনে ইন্টারনেট কানেকশন ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনিও যেকোনো ভিডিও কন্টেন্ট দেখার সুযোগ পেয়ে যাবেন।

কিভাবে মিলবে সমাধান – বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, ভারত সরকারের তরফে এমন এক বিশেষ টেকনোলজির ওপরে কাজ করা হচ্ছে যাকে নির্ভর করে আগামী দিনে বাড়িতে বসেই ইন্টারনেট কানেকশন ছাড়া সমগ্র ভারতের সাধারণ জনগণ নিজের পছন্দসই ভিডিও কনটেন্ট দেখার সুযোগ পেয়ে যাবেন। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ভারত সরকারের তরফে ডি টু এম (D2M) বা ডাইরেক্ট টু মোবাইল টেকনোলজির উপরে কাজ করা হচ্ছে, যার মাধ্যমে কোনোরকম ইন্টারনেট ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও কনটেন্ট দেখার সুবিধা মিলবে।

Direct-to-Mobile

কিভাবে কাজ করবেই টেকনোলজি – সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে আরো জানা গিয়েছে যে, এই ডাইরেক্ট টু মোবাইল টেকনোলজি এফএম রেডিওর টেকনোলজির ওপরে নির্ভর করে কাজ করে। এক্ষেত্রে মোবাইলের মধ্যে একটি ডি টু এম রিসিভার থাকবে যা কনটেন্ট বহনকারী ফ্রিকোয়েন্সির সঙ্গে মোবাইলকে কানেক্ট করতে সাহায্য করবে। আর কোনো ব্যক্তি তার মোবাইল ফোনে থাকা অ্যান্টেনার সাহায্যে কোনোরকম সমস্যা ছাড়াই যেকোনো ফ্রিকোয়েন্সির ভিডিও কনটেন্ট দেখার সুযোগ পাবেন। অর্থাৎ এই টেকনোলজি খানিকটা ব্রডব্যান্ড এবং ব্রডকাস্ট টেকনোলজির মিশ্রণ।

কবে থেকে টেকনোলজি ব্যবহার করা যাবে – কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের একেবারে শেষের দিকেই সমগ্র ভারতব্যাপী এই টেকনোলজি লঞ্চ করা হবে। অর্থাৎ চলতি বছরের একেবারে শেষের দিকেই আপনিও নিজের মোবাইল ফোনের মাধ্যমে কোনোরকম ইন্টারনেট কানেকশন ছাড়াই ডাইরেক্ট টু মোবাইল টেকনোলজির মাধ্যমে বাড়িতে বসেই যেকোনোরকম ভিডিও কনটেন্ট দেখতে পারবেন।

আরও পড়ুন – ডাক বিভাগে ১ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত তথ্য।

কেন এই পদক্ষেপ গ্রহণ করল সরকার – প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, সমগ্র ভারতের এমন অনেক অঞ্চল রয়েছে যেসমস্ত অঞ্চলগুলিতে এখনও পর্যন্ত সঠিকভাবে ইন্টারনেট কানেকশন পৌঁছোয়নি। এই সমস্ত অঞ্চলগুলিতে ইন্টারনেট কানেকশনের সুবিধা পৌঁছে দেয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, সমগ্র ভারতে এমন প্রচুর মানুষ রয়েছেন যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন, সেই সমস্ত মানুষদের সুবিধার দিকটি মাথায় রেখেও কেন্দ্রীয় সরকারের তরফে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।