চাল কিনতে মাথায় হাত? কেন্দ্র সরকার দেবে ২৯ টাকা কেজি চাল। কিনবেন কিভাবে?

মধ্যবিত্তের সংসারে অন্যান্য জিনিসের সঙ্গে চাল-ডালের মতো গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রীগুলোর দাম এমন পরিমাণে বাড়ছে যে ছোটোখাটো কাজ করে সংসার চালানো তো দূরের কথা, ঠিকমতো ভাত খেয়ে জীবন যাপনও কষ্টকর হয়ে উঠেছে। সেখানে দাঁড়িয়ে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তাদের কথা নাইবা বললাম। এই অতিরিক্ত দামকে টেক্কা দিতে কেন্দ্রীয় সরকার চালু করেছে ভারত চাল।

ভারত চাল:-

প্রতি বছর প্রত্যেক সামগ্রীর সঙ্গে চালের দামও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। গত বছরের তুলনায় এবছর চালের দাম ১৫% বৃদ্ধি পেয়েছে। এই সমস্যা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে কেন্দ্রীয় সরকার ভারত চালের উদ্ধোধন করেন। এই প্রকল্পে ভারত সরকার ভর্তুকি যুক্ত চাল দেবে প্রত্যেক নাগরিককে। অর্থাৎ ভারত সরকার ভালো গুণমানের চাল ২৯ টাকা কেজি দরে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেবে।

আরও পড়ুন:- বেড়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো নতুন বাজেটে।

কিভাবে এই ভারত চাল কিনতে পারবেন?

আপনি সরাসরি কোনো দোকানে এই চাল কিনতে পারবেন না। এই চাল কিনতে হলে আপনাকে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট Nafed Bazaar -এ যেতে হবে। এছাড়াও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট যেমন:- ফিল্পকার্ট, অ্যামাজনেও এই চাল আপনি পেয়ে যাবেন। মূলত ৫ কেজি ও ১০ কেজি ওজনের বস্তায় আপনি এই চাল পেয়ে যাবেন।

Bharat Rice

কবে থেকে এই চাল পাওয়া যাবে।

সরকারি নোটিফিকেশন অনুযায়ী, ৬ই ফেব্রুয়ারী থেকে এই ভর্তুকিযুক্ত চাল আপনি NAFED সাইটে পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের মতে দাম কম হলেও এই চাল সবোর্চ্চ গুণমান সম্পন্ন হবে এবং এই চাল কিনতে নিদির্ষ্ট ওয়েবসাইটে ঢুকে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনি এই চালের জন্য অর্ডার দিতে পারবেন।

রেশনের চালের সঙ্গে ভারত চালের পার্থক্য:-

রেশনে যে চাল আমরা পাই সেটা ভালো গুণমান সম্পন্ন হলেও এই ভারত চাল সবোর্চ্চ গুণমান সম্পন্ন। এছাড়াও এই চাল বাজারজাত করার জন্য সরকার বিভিন্ন সরকারি সংস্থা যেমন:- FCI, NAFED এবং NCCF এর সহযোগীতা নিয়েছেন। তাই বলা বাহুল্য এই চাল রেশনের চালের থেকে আরো ভালো গুনমান সম্পন্ন হতে চলেছে।

এই NAFED সাইটে চাল বাদেও ডাল, বাদাম ও অন্যান্য খাদ্যদ্রব্য খুব কম দামে আপনি পেয়ে যাবেন।

Leave a Comment