Paytm Payments Bank এ অ্যাকাউন্ট থাকলে পাওয়া যাবেনা কোনো প্রকল্পের টাকা। কি করতে হবে গ্রাহকদের জেনে নিন।

ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন যে RBI দ্বারা Paytm Payments Bank বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২৯শে ফেব্রুয়ারীর পর থেকে কোনো গ্রাহক Paytm Payments Bank এর দ্বারা কোনোরকম লেনদেন করতে পারবেন না। কিন্তু অনেক গ্রাহক এমন রয়েছেন; যারা Paytm Payments Bank এ নিজেদের প্রকল্পের টাকা নিয়ে থাকেন। আপনিও যদি এই লিস্টে পড়েন তবে ইতিমধ্যেই সাবধান হয়ে যান। কারণ আগামী ২৯শে ফেব্রুয়ারীর পরও যদি আপনার অ্যাকাউন্ট পরিবর্তন না করেন তবে আপনি আর কোনোরকম প্রকল্পের টাকা পাবেন না।

পিএম কিষানের টাকা:-

ইতিমধ্যেই পিএম কিষানের অফিসিয়াল সাইটে একটি নোটিস জারি করে জানানো হয়েছে যে আগামী কিস্তি সেই সমস্ত গ্রাহকরা পাবেন না যাদের পিএম কিষানের অ্যাকাউন্টের সঙ্গে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লিঙ্ক করা রয়েছে।

PM-Kisan Samman Nidhi

এই সমস্যার সমাধান কি?

আপনার যদি পিএম কিষানের অ্যাকাউন্টের সঙ্গে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লিঙ্ক করা থাকে বা অন্যান্য যে কোনো রাজ্য সরকারের প্রকল্প বা কেন্দ্র সরকারের প্রকল্পের সঙ্গে এমনটা করা থাকে তবে আপনি সবার প্রথমে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করুন। সেটা পোস্ট অফিসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে বা অন্যান্য যেকোনো ব্যাঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে। তারপর নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT লিঙ্ক করিয়ে নিন তবেই আপনার টাকা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে না গিয়ে আপনার অপর ব্যাঙ্কে চলে আসবে।

আরও পড়ুন:- মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন?

DBT লিঙ্ক করবেন কিভাবে?

DBT লিঙ্ক করার জন্য আপনাকে আপনার নিজস্ব ব্যাঙ্কে ভিজিট করতে হবে এবং সেখানে নিদিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে DBT লিঙ্ক করা যাবে। অপরদিকে আপনি যদি অনলাইনে DBT লিঙ্ক করতে চান তবে আপনাকে ভিজিট করতে হবে কোনো নিকটবর্তী CSP সেন্টারে। সেখানে গিয়ে বললেও অনায়াসে আপনার DBT লিঙ্ক হয়ে যাবে।

ব্যাঙ্ক পরিবর্তন না করলে কি সমস্যা হতে পারে?

সরকারি নোটিফিকেশন অনুযায়ী আগামী ২৯শে ফেব্রুয়ারীর পর Paytm Payments Bank এ কোনোরকম টাকা লেনদেন হবে না। অর্থাৎ সরকার যদি আপনাকে প্রকল্পের টাকা পাঠিয়েও দেয় তবুও সেই টাকা আপনার অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাবে না। অর্থাৎ সহজ ভাষায় ব্যাঙ্ক পরিবর্তন না করলে আপনি প্রকল্পের টাকা পাবেন না।

Paytm Payments Bank

পিএম কিষানের তরফ থেকে নোটিফিকেশন জারি করে পিএম কিষান গ্রাহকদের এই বিষয়ে সূচিত করা হয়েছে। আপনার অ্যাকাউন্ট যদি Paytm Payments Bank এ না থেকে থাকে তবে আপনাকে কোনো কিছু করতে হবে না।

Leave a Comment