আধার কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন করুন এখন ঘরে বসে। জেনে নিন পদ্ধতি।

বর্তমান সময়ে দাঁড়িয়ে সমগ্র ভারতের সাধারণ জনগণের কাছে প্যান কার্ড কিংবা ভোটার কার্ডের মতো আধার কার্ডও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। আর একইভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় নানাবিধ কারণে নাগরিকদের আধার কার্ডে যে ফোন নম্বরটি সংযুক্ত রয়েছে সেটি আর তারা ব্যবহার করেন না, ফলত বিভিন্ন ক্ষেত্রে তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। আর আজকের এই প্রতিবেদনে আমরা এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি।

মোবাইল নম্বর পরিবর্তন: UIDAI -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যেকোন ভারতীয় নাগরিক যদি তার আধার কার্ডের মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান তবে তার জন্য দুটি পদ্ধতি কার্যকর রয়েছে।

(ক) প্রথম পদ্ধতিটি অনুসরণ করলে আপনাকে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং পরবর্তীতে আধার সেবা কেন্দ্রের কর্মীদের সহায়তায় আপনি আপনার আধার কার্ডে যুক্ত থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার আধার কার্ডের মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমেই UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটএ যেতে হবে। এরপর হোম পেজের Get Aadhaar অপশনের আওতাধীন Book an Appointment অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি নির্বাচন করে নিয়ে Proceed to Book Appointment অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে টিভি চ্যানেল দেখার সুযোগ মিলবে এই প্রকল্পে, কিভাবে আবেদন জানাবেন? জেনে নিন।

তারপর আপনার সামনে আসা পেজটিতে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে ওটিপি ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং পরবর্তী পেজে আপনার আধার নম্বর, নাম, জন্ম তারিখ, আধার সেন্টার সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে Next অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনি আপনার মোবাইল নম্বর সহ আর যে যে তথ্যগুলি পরিবর্তন করতে চাইছেন তা সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুসারে তারিখ এবং সময় নির্বাচন করে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। পরবর্তীতে নির্ধারিত সময়ে আধার সেবা কেন্দ্রে গেলেই উক্ত কেন্দ্রের কর্মীদের সাহায্যে আপনি আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে তা পরিবর্তন করে নিতে পারবেন।

Aadhaar Card number change (আধার কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন)

(খ) তবে আপনি যদি আধার সেবা কেন্দ্রে না দিয়ে বাড়িতে বসেই আপনার আধার কার্ডে যুক্ত থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান তবে আপনাকে IPPB door step banking -এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। এই ওয়েবসাইটের হোম পেজের একেবারে নিচের দিকে থাকা Service Request অপশনে ক্লিক করুন এবং পরবর্তী পৃষ্ঠায় থাকা Yes, I am an existing customer of Indian Post Payment Bank অপশনে ক্লিক করে পরবর্তী পেজে থাকা Aadhaar – Mobile update অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে উল্লিখিত সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার প্রায় ৭ দিনের মধ্যে আপনার বাড়িতে IPPB এর কর্মী আসবেন এবং আধার নম্বরের সঙ্গে যুক্ত ফোন নম্বরটি পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট: Link

IPPB -এর অফিসিয়াল ওয়েবসাইট: Link