Blog

আরো ১০০ টাকা কমে পাবেন গ্যাস সিলিন্ডার। মানতে হবে এই নিয়ম।

সমগ্র দেশের জনসাধারণ যখন মূল্যবৃদ্ধির কারণে রীতিমতো নাজেহাল, ঠিক তখনই রান্নার গ্যাস নিয়ে আরো এক চমকপ্রদ তথ্য সামনে এলো। আজ্ঞে হ্যাঁ, এখন রান্নার গ্যাস বুক করলে গ্যাসের দামে অতিরিক্ত ১০০ টাকার ছাড় পেতে পারেন আপনিও। কিন্তু কীভাবে? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, বর্তমানে স্মার্টফোনের দৌলতে, নানা রকমের অ্যাপ মানুষের হাতের মুঠোয় এসে গেছে। আর এইরকমই একটি বিশেষ অ্যাপের মাধ্যমে আপনারা গ্যাস বুক করলে এই বিশেষ ছাড়টি পেয়ে যাবেন। আর আজকের এই প্রতিবেদনটি পড়লে আপনারা কিভাবে রান্নার গ্যাস কেনার ক্ষেত্রে অতিরিক্ত ১০০ টাকায় ছাড় পাওয়া সম্ভব তা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

পেটিএম বিশেষ অফার: পেটিএম -এর মাধ্যমে টাকার লেনদেন ছাড়াও গ্যাস বুকিং, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট সহ একাধিক প্রয়োজনীয় ক্ষেত্রের বিল পেমেন্ট করা সম্ভব। আর পেটিএম -এর মাধ্যমে মোবাইল রিচার্জের পাশাপাশি এই সমস্ত বিশেষ বিশেষ ক্ষেত্রের বিল পেমেন্ট করা হলে ক্যাশব্যাক হিসেবে যথেষ্ট টাকা রিটার্নও পাওয়া যায়। আর বর্তমানে পেটিএম -এর তরফে একটি বিশেষ অফার লঞ্চ করা হয়েছে, যাতে মোবাইল, DTH রিচার্জ, বিদ্যুৎ বিল সহ গ্যাস সিলিন্ডার বুকিং -এর মাধ্যমে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া সম্ভব।

পেটিএম -এর মাধ্যমে গ্যাস বুকিংয়ের পদ্ধতি: পেটিএম -এর মাধ্যমে গ্যাস বুকিং করার জন্য আপনাকে প্রথমেই অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর অ্যাপটির হোম পেইজে থাকা Bill Payments by BBPS -এর আওতায় থাকা Book Gas Cylinder অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার গ্যাস প্রোভাইডারের নাম নির্বাচন করে নিতে হবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি প্রদান করতে হবে। পরবর্তীতে গ্যাসের দাম পেমেন্ট করলেই, গ্যাস বুকিংয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। এক্ষেত্রে বাড়িতে গ্যাস ডেলিভারি করার সময় অতিরিক্ত পেমেন্ট করতে হবে না। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, পেটিএম -এর মাধ্যমে আপনি যে টাকা ক্যাশব্যাক পাবেন তা সরাসরি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

আরও পড়ুন: ব্লক করা হবে ১০ হাজার মোবাইল নাম্বার। আপনার নাম্বার এই লিস্টে নেই তো?

অ্যামাজন পে -এর বিশেষ অফার: তবে শুধুমাত্র যে Paytm -এর মাধ্যমেই ক্যাশব্যাক পাওয়া সম্ভব তা নয়, Amazon Pay -এর মাধ্যমেও গ্যাস বুক করা হলে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে ক্যাশব্যাক আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে না, তার বদলে এটি আপনার Amazon Pay wallet -এ জমা করা হবে, যা পরবর্তী সময়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। তবে শুধুমাত্র গ্যাস বুকিং করলেই যে ক্যাশব্যাক পাওয়া যাবে তা নয় মোবাইল রিচার্জ, শপিং সহ একাধিক ক্ষেত্রের বিল পেমেন্টের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া সম্ভব।

Gas Booking (গ্যাস বুকিং)

অ্যামাজন পে -এর মাধ্যমে গ্যাস বুক করবেন কিভাবে: অ্যামাজন পে -এর মাধ্যমে গ্যাস বুক করার জন্য আপনাকে প্রথমেই Amazon অ্যাপটিতে যেতে হবে। এরপর Recharge and Bills অপশনে ক্লিক করতে হবে। তারপর Gas Cylinder অপশনে ক্লিক করুন এবং নিজের গ্যাস সিলিন্ডার প্রোভাইডারের নামটি সিলেক্ট করুন। পরবর্তীতে নিজের LPG ID বা মোবাইল নম্বর প্রদান করে পেমেন্ট করলেই গ্যাস বুকিং -এর প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group