একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম নিয়ে উঠে এলো কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এখনই জেনে নিন।

কিছুদিন আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল যে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পদ্ধতিতে বিপুল পরিবর্তন আনা হয়েছে। গত বছর গুলিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের যে পদ্ধতিতে পরীক্ষা হতো এবছর অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে সেটি পরিবর্তন করে সেমিস্টার সিস্টেম নিয়ে আসা হয়েছে। আজ আমরা এই সেমিস্টার সিস্টেমের সম্বন্ধে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।

বছরে কটি সেমিস্টার হতে চলেছে?

নতুন আপডেট অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণী এবং পরের শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হতে চলেছে সেমিস্টার সিস্টেমে। বছরে দুটি করে সেমিস্টার পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। অর্থাৎ একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার হতে চলেছে।

semester system important information

কবে কবে পরীক্ষা হবে?

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মোট চারটি সেমিস্টারে পরীক্ষা হতে চলেছে। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হবে নভেম্বর মাসে এবং একাদশ শ্রেনীর দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার হবে মার্চ মাসে।

আরও পড়ুন:- বদলে গেল একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পদ্ধতি। বদলাচ্ছে সিলেবাসও।

পরীক্ষার প্রশ্নের ধরণ কি হতে চলেছে?

একাদম শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রশ্নের ধরণ হতে চলেছে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ ছাত্র-ছাত্রীদের একটি প্রশ্নের উত্তরে চারটি অপশন দেওয়া থাকবে। ছাত্র-ছাত্রীদের যেকোনো একটি অপশন বেছে নিতে হবে। অপর দিকে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নের ধরণ হতে চলেছে SAQ এবং ডেসক্রিপশন টাইপের। অর্থাৎ এই পরীক্ষা গুলোতে শর্ট এবং বড়ো উত্তরধর্মী প্রশ্ন থাকবে।

এই টপিকের‌ই আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে পরীক্ষাগুলো MCQ এর ওপর হবে সেই পরীক্ষা গুলো OMR সিটে হবে এবং এই উত্তরপত্র গুলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে দেখা হবে। অর্থাৎ ছাত্র-ছাত্রীরা নির্ভুল একটি রেজাল্ট পেতে চলেছে।

পরীক্ষা কোথায় হবে?

উচ্চমাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে না হয়ে অন্য স্কুলে হয়ে থাকে এবং এই সেমিস্টার সিস্টেম চালু হবার পরও এই নিয়মটি বজায় থাকবে। অর্থাৎ একাদশ শ্রেণীর দুটো পরীক্ষা অর্থাৎ দুটো সেমিস্টার নিজ স্কুলেই হবে। কিন্তু দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার অন্য স্কুলে হবে। অর্থাৎ আগে যেখানে ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বাইরের স্কুলে যেতে হতো, এবার দুটো সেমিস্টার দেওয়ার জন্যই বাইরের স্কুলে যেতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment