ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে NPCI লিঙ্ক না থাকলে পাওয়া যাবে না কোনো প্রকল্পের টাকা। কিভাবে করবেন লিঙ্ক জেনে নিন।

ভারত সরকারের সকল প্রকল্পের টাকা উপভোক্তারা বর্তমানে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যায়। কিছুদিন আগেও এই ব্যাবস্থা খুব জটিল ছিল, সবার প্রথমে কেন্দ্র সরকার প্রকল্পের টাকা রাজ্য সরকারকে পাঠাতো, তারপর রাজ্য সরকার সেটিকে প্রত্যেক ব্লকে পাঠাতো এবং তারপর ব্লক থেকে সকল উপভোক্তার অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করা হতো। কিন্তু এই লম্বা প্রসেসে সময়ের সাথে সাথে বেশ কিছু খামতি ধরা পড়ে এবং কেন্দ্রীয় সরকার সেই খামতি দূর করতে ডাইরেক্ট গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো শুরু করে। সরাসরি টাকা পাঠানোর ব্যাপারটিকে আরো সিকিওর করতে এবার কেন্দ্রীয় সরকার নতুন উদ্যোগ নিয়েছে। তারা জানিয়েছে সকল প্রকল্প গ্রাহকদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট NPCI এর সঙ্গে লিঙ্ক করতে হবে। নতুবা আগামীতে তারা কোনোরকম প্রকল্পের টাকা পাবে না।

NPCI কি?

NPCI এর পুরো অর্থ National Payments Corporation of India, এটি পেমেন্ট সেটেলমেন্ট এর ওপর কাজ করে এবং পেমেন্ট ট্রানজেকশন সিকিওর রাখতে সাহায্য করে।

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি NPCI এর সাথে লিঙ্ক না থাকে তবে কি কি অসুবিধা হতে পারে?

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি NPCI এর সাথে লিঙ্ক না থাকে তবে আপনি কেন্দ্রীর সরকারের গুরুত্বপূর্ণ সমস্ত প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন না। গুরুত্বপূর্ণ কিছু প্রকল্পের নাম নীচে দেওয়া হলো:-

  • অটল পেনশন যোজনা
  • আয়ুষ্মান ভারত
  • বেটি বাচাও বেটি পড়াও
  • উজ্জলা যোজনা
  • প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা
  • প্রধানমন্ত্রী জন ধন যোজনা
  • প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা
  • গরীব কল্যান যোজনা
  • প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা

ওপরে উল্লেখিত প্রকল্পগুলো সহ আরো গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা আপনি পাবেন না। তাই দেরি না করে আজই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে NPCI লিঙ্ক করুন।

আরও পড়ুন:- e-Pramaan পোর্টাল কি? সাধারন মানুষ কিভাবে এটির সুবিধা ওঠাবেন?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট NPCI এর সাথে লিঙ্ক করবেন কি করে?

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট NPCI এর সাথে লিঙ্ক করার দুটো রাস্তা রয়েছে একটি অনলাইন এবং অপরটি অফলাইন। অনলাইনে লিঙ্ক করতে চাইলে আপনার কাছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিং এর সুবিধা থাকতে হবে। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে NPCI এর সাথে যুক্ত করার জন্য আপনার নেট ব্যাঙ্কিংএ লগ ইন করে খুব সহজেই আবেদন করতে পারবেন।

How to link NPCI with Bank Account

কিন্তু আপনার কাছে যদি নেট ব্যাঙ্কিংএর সুবিধা না থাকে তবে আপনি অফলাইনে এই কাজটি করতে পারবেন। অফলাইনে এই কাজ করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার ব্যাঙ্কে যেতে হবে এবং সেখান থেকে NPCI এর ফর্ম কালেক্ট করতে হবে। আপনি চাইলে অনলাইন থেকেও সেই ফর্ম ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে কাজ চালাতে পারবেন। এরপর ফর্মটিকে সঠিক ভাবে ফিলাপ করে আবার আপনার ব্যাঙ্কে জমা দিতে হবে। এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনার আবেদনপত্রটি বিবেচনা করে আপনার অ্যাকাউন্টটি NPCI এর সাথে লিঙ্ক করে দেবেন।

আপনি যদি কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন অথবা কেন্দ্রীয় সরকারের কোনো স্কিমে বিনিযোগ করে থাকেন, তবে যতো শীঘ্র সম্ভব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে NPCI এর লিঙ্ক করে নিন।

Leave a Comment