Education

Madhyamik exam new routine 2025: আবার এগিয়ে এলো মাধ্যমিক পরীক্ষা ২০২৫ সালে, রইল পুরো রুটিন

Madhyamik 2025 New Routine: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথমে বলা হয়েছিল যে ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেটা এগিয়ে আনা হল আরও। ২০২৫ সালের মাধ্যমিকে কবে কোন বিষয়ের পরীক্ষা? তা দেখে নিন।

প্রথমে ছিল ১৪ ফেব্রুয়ারি। তারপর ১২ ফেব্রুয়ারি হল। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হল যে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। নয়া সূচিতে অঙ্ক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সাধারণত মাধ্যমিকের শেষের দিকে অঙ্ক পরীক্ষা হয়। এবার প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা পরীক্ষার পরেই অঙ্ক দিতে হবে পড়ুয়াদের। তবে অঙ্ক পরীক্ষার আগে চারদিন ছুটি আছে। তাছাড়া ইতিহাসের আগেও পড়ুয়ারা একদিন ছুটি পাবে। বাকি কোনও পরীক্ষার আগে ছুটি নেই। পরপর হবে সেই বিষয়গুলির পরীক্ষা।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি বা পুরো রুটিন

  ১) ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা।

২) ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা।

 ৩) ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।

৪) ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।

 ৫) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।

 ৬) ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।

 ৭) ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।

৮) ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।

কখন পরীক্ষা শুরু হবে? কখন শেষ হবে?

পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকাল ১০ টা ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর দুটো পর্যন্ত। প্রথম ১৫ মিনিটে অবশ্য লেখা যাবে না। ওই ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সকাল ১১ টা থেকে পড়ুয়ারা লেখা শুরু করতে পারবে। লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়

১) ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার সূচি এখনও ঘোষণা করা হয়নি। পরবর্তীতে তা ঘোষণা করা হবে।

২) সেলাই পরীক্ষা চলবে ৪ ঘণ্টা ১৫ মিনিট।

৩) কম্পিউটার অ্যাপ্লিকেশনের থিওরি পেপারের পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট বরাদ্দ করা হয়েছে। প্রত্যেকের স্কুলে প্র্যাকটিকাল পরীক্ষা হবে।

৪) মিউজিকের ক্ষেত্রে থিওরি পেপারের পরীক্ষা হবে ২ ঘণ্টা ১৫ মিনিট। প্র্যাকটিকাল পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। যে প্র্যাকটিকাল পরীক্ষা হবে কলকাতায়।

আরো ও পড়ুন:স্বস্তিকা মুখার্জির মোটা থাই ও চমকানো ফিগার দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করলেন, বয়স বাড়ার সাথে সাথে এর নিজের যৌবন কি, কিভাবে একুশে ধরে রেখেছে স্বস্তিকা

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group