আপনারা যারা নিজের বাড়িতে বা দোকানে আধার সেবা কেন্দ্র খুলতে চান এই প্রতিবেদন তাদের জন্য। বর্তমান সময়ে দাঁড়িয়ে কম পুঁজিতে ভালো ব্যবসা করার স্বপ্ন সকলেই দেখেন, কিন্তু সঠিক ব্যবসা খুঁজে না পাবার জন্য বা খুঁজে পেলেও তা শুরু করার সঠিক পদ্ধতি না জানার অভাবে অনেক সময়ে ভালো ব্যবসাও শুরুর আগেই শেষ হয়ে যায়। আজ আমরা সেসমস্ত মানুষদের জন্য আধার সেবা কেন্দ্র খোলার আইডিয়া নিয়ে এসেছি। আপনি নিজের দোকানে বসে আধার কার্ড তৈরি ও সংশোধনের মাধ্যমে মাস গেলে ভালো টাকা ইনকাম করে নিতে পারবেন।
আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি আপনি কিভাবে এই ব্যবসা শুরু করতে পারবেন? আধার সেবা কেন্দ্র খোলার জন্য কি কি ডকোমেন্মের প্রয়োজন পরে? এবং আধার সেবা কেন্দ্রে আপনি কি ধরনের কাজ করতে পারবেন?

আধার অপারেটিং সার্টিফিকেট:-
আধার সেবা কেন্দ্র খোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আপনার প্রয়োজন হবে সেটি হলো আধার অপারেটিং সার্টিফিকেট। আপনি যদি এই সার্টিফিকেটটি নিয়ে নিতে পারেন তবে আপনি আপনার আধার সেবা কেন্দ্রে সব ধরনের কাজ করতে পারবেন। এই সার্টিফিকেট নেবার জন্য প্রথমে ৬ মাস কোর্স করতে হয়, যা NSE দ্বারা পরিচালিত হয়। আপনি এই ৬ মাসের কোর্স কমপ্লিট করলে আপনাকে একটি পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনাকে আধার অপারেটিং সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।
এখানে বলে রাখা উচিৎ এই পরীক্ষা ঘরে বসে অনলাইনে দেওয়া যায় এবং পরীক্ষার ফল খুব ভালো হলে আপনাকে আধার সুপারভাইজারের পদও দেওয়া হতে পারে। যার গুরুত্ব নর্মাল অপারেটর এর থেকে অনেকটাই বেশি।
আরও পড়ুন:- সরকারের এই পাঁচটি গুরুত্বপূর্ণ অ্যাপ মোবাইলে থাকলে সমস্ত কাজ হবে সহজ
আধার অপারেটিং সার্টিফিকেট আবেদন করার যোগ্যতা:-
এই সার্টিফিকেট পাবার জন্য যে পরীক্ষায় বসতে হয় তার জন্য বিশেষ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। যেমন,
- আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে এবং সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
- আধার কার্ডে নিজের ছবি তিনমাসের মধ্যে আপডেটেড থাকতে হবে।
- আবেদনকারীর কম্পিউটারের বেসিক ধারণা থাকতে হবে।
- আবেদনকারীর বয়স ১৮ বছরের ঊর্দ্ধে হতে হবে।
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ১২ পাশ হতে হবে।
আধার সেবা কেন্দ্রের ট্রেনিংয়ের জন্য আবেদন:-
আধার অপারেটিং সার্টিফিকেট নেওয়ার আগে আপনাকে ৬ মাসের একটি কোর্স করতে হয়। এই কোর্স করবার জন্য আপনাকে চলে যেতে হবে ভারত সরকারের Skill India ওয়েবসাইটে। সেখানে অ্যাকাউন্টে বানিয়ে আপনি আপনার পাশ্ববর্তী স্কিল ইন্ডিয়ার ক্যাম্পে গিয়ে এই ৬ মাসের কোর্সটি করে নিতে পারেন।

আধার সেবা কেন্দ্রে কি কি কাজ করতে পারবেন?
আধার সেবা কেন্দ্রে আধার কার্ড তৈরি থেকে শুরু করে আধার কার্ড সংশোধন করতে পারবেন এছাড়াও আধার কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন, আধার কার্ডের ছবি পরিবর্তন, বাচ্চাদের আধার কার্ডও তৈরি করতে পারবেন।
আধার সেবা কেন্দ্র খোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হলো লোকেশন। আপনাকে জনবহুল একটি স্থান পছন্দ করতে হবে যেখানে লোকজনের যাতায়াত রয়েছে বা যে স্থানে ভালো পরিমানে ভীড় জমে। এই সমস্ত স্থানে ব্যবসা ভালো হয়।