দরকারি সময়ে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ডাউনলোড করুন দরকারি ডকোমেন্স

কোনো গুরুত্বপূর্ণ সময়ে যদি আমাদের হঠাৎ করে আধার কার্ড বা প্যান কার্ড প্রয়োজন পড়ে এবং সেই সময়ে যদি আমাদের কাছে সেই দুটি ডকোমেন্স না থাকে তবে সমস্যা এড়াতে আপনি হোয়াটসঅ্যাপ এর ব্যবহার করতে পারেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনি এখন যেকোনো জায়গা থেকে মাত্র ১ মিনিটে আপনার আধার কার্ড বা প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?

সবার প্রথমে আপনাকে একটি নাম্বার নিজের মোবাইলে সেভ করতে হবে। নাম্বারটি হলো +91 9013151515, নাম্বারটি মোবাইলে আপনি যে কোনো নামে সেভ করতে পারেন। এরপর সেই নাম্বারটির চ্যাটে গিয়ে আপনি হাই, হ্যালো বা যা কিছু টাইপ করে সেন্ড করুন। এরপর সেই নাম্বার থেকে আপনাকে একটি ওয়েলকাম মেসেজ দেওয়া হবে।

DigiLocker

মেসেজের নীচে আপনি দুটি অপশন দেখতে পাবেন একটি কোউইন সার্ভিস এবং অপরটি ডিজিলকার সার্ভিস। কোউইন সার্ভিস কোভিডের সার্টিফিকেট ডাউনলোড করবার জন্য। আপনার যদি সেটার প্রয়োজন হয় তবে সেটিতে ক্লিক করুন অন্যথা ডকোমেন্স ডাউনলোড করার জন্য দ্বিতীয় অপশন অর্থাৎ ডিজিলকার সার্ভিস এ ক্লিক করুন।

ডিজিলকার সার্ভিস কি?

ডিজিলকার হলো এমন একটি সরকারি অ্যাপ বা ওয়েবসাইট যেখানে আপনার গুরুত্বপূর্ণ ডকোমেন্স সেভ করা থাকে। আপনি সরাসরি ডিজিলকার অ্যাপ ডাউনলোড করেও নিজের ডকোমেন্স অ্যাক্সেস করতে পারেন। কিন্তু আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ এর সাহায্যে করছি তাই ডিজিলকার সার্ভিস এ ক্লিক করার পর আপনার কাছে আপনার আধার নাম্বার চাওয়া হবে।

আরও পড়ুন:- ইউটিউবে সর্ট ভিডিও আপলোড করে কিভাবে ইনকাম করবেন? জেনে নিন পুরো পদ্ধতি।

আপনি আপনার আধার নাম্বার সঠিক ভাবে বসালে আপনার আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। মনে রাখবেন ডিজিলকার বা হোয়াটসঅ্যাপ এর এই সার্ভিস ব্যবহার করতে হলে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। এরপর ওটিপিটি ইনবক্সে টাইপ করে সেন্ড করুন।

এরপর আপনার সামনে একটি লিস্ট চলে আসবে। আপনি আপনার প্রয়োজনীয় ডকোমেন্সটির পাশে থাকা সংখ্যাটি টাইপ করে সেন্ড করলেই আপনার কাছে সেই ডকোমেন্সের একটি পিডিএফ কপি চলে আসবে। যা আপনি প্রিন্ট আউট করে কাজে লাগাতে পারেন।

WhatsApp No+91 9013151515
DigiLocker Websitehttps://www.digilocker.gov.in/

এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি কি কি ডকোমেন্স ডাউনলোড করতে পারবেন?

এই সার্ভিসটির সঙ্গে ডিজিলকার যুক্ত রয়েছে। আর ডিজিলকারে আমাদের সমস্ত ডকোমেন্স যেমন:- আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সহ আরো গুরুত্বপূর্ণ ডকোমেন্স সেভ করা থাকে। এবং আপনি খুব সামান্য সময়ে এই সমস্ত ডকোমেন্স বের করে নিতে পারেন।

Leave a Comment