আগামী এপ্রিল মাসের ১৯ তারিখে শুরু হচ্ছে রাজ্যে লোকসভা ভোট। নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে কবে কোথায় ভোট হতে চলেছে। আপনি যদি এখনো আপনার এলাকার ভোটের তারিখ না জেনে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্য।
প্রথম দফার ভোট:- প্রথম দফায় ভোট হতে চলেছে ১৯শে এপ্রিল, ২০২৪ তারিখে। এদিন মোট তিনটি জায়গায় ভোট হতে চলেছে:- কোচবিহার,আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
দ্বিতীয় দফার ভোট:- দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে ২৬শে এপ্রিল, ২০২৪ তারিখে। এদিন মোট তিনটি জায়গায় ভোট হতে চলেছে:- দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।

তৃতীয় দফার ভোট:- তৃতীয় দফায় ভোট হতে চলেছে ৭ই মে, ২০২৪ তারিখে। এদিন মোট চারটি জায়গায় ভোট হতে চলেছে:- উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
চতুর্থ দফার ভোট:- চতুর্থ দফায় ভোট হতে চলেছে ১৩ই মে, ২০২৪ তারিখে। এদিন মোট আটটি জায়গায় ভোট হতে চলেছে:- বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট, পূর্ব বর্ধমান, বর্ধমান-দুর্গাপুর । ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
পঞ্চম দফার ভোট:- পঞ্চম দফায় ভোট হতে চলেছে ২০শে মে, ২০২৪ তারিখে। এদিন মোট সাতটি জায়গায় ভোট হতে চলেছে:- বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
আরও পড়ুন:- নির্বাচনের মুখে জারি হলো পেট্রোল-ডিজেলের নতুন দাম। বছর দুই পর দাম কমলো পেট্রোল-ডিজেলের।
ষষ্ঠ দফার ভোট:- ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে ২৫শে মে, ২০২৪ তারিখে। এদিন মোট আটটি জায়গায় ভোট হতে চলেছে:- পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
সপ্তম দফার ভোট:- সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট হতে চলেছে পয়লা জুন, ২০২৪ তারিখে। এদিন মোট নয়টি জায়গায় ভোট হতে চলেছে:- ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসত, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর ও মথুরাপুর। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।