প্রত্যেক মহিলা পাবে বছরে ১ লক্ষ টাকা। নতুন প্রকল্প হার মানাবে লক্ষ্মীর ভান্ডারের মত প্রকল্পকেও।

সমগ্র ভারতের গৃহলক্ষ্মীদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর, এখন থেকে প্রতি বছরে মহিলাদের একাউন্টে ঢুকবে ১ লক্ষ টাকা। আজ্ঞে হ্যাঁ, দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে এমনই এক বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে নির্বাচনী প্রচারে এদিন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী মহিলাদের ১ লক্ষ টাকা প্রদানের পাশাপাশি সাধারণ জনগণের সুবিধার্থে কৃষক ঋণ মকুব, বেকার যুবকদের স্থায়ী চাকরি প্রদান সহ বেশ কতগুলি সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। আর আজকের এই পোস্টটি পড়লেই কবে থেকে মহিলারা ১ লক্ষ টাকা পাবেন সেই বিষয়ে সমস্ত তথ্য জানতে পারবেন।

প্রতিবছরে মিলবে ১০০০০০ টাকা: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রায়বেরেলিতে জাতীয় কংগ্রেসের এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। আর এই জনসভাতেই জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ঘোষণা করেন যে, জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসলে আগামী দিনে মহালক্ষ্মী যোজনা লঞ্চ করা হবে। আগামী দিনে মহালক্ষ্মী যোজনার আওতায় সমগ্র দেশের মহিলাদের ব্যাংক একাউন্টে প্রত্যেক মাসে ৮,৫০০ টাকা করে ট্রান্সফার করা হবে। সুতরাং জাতীয় কংগ্রেস যদি ক্ষমতায় আসে তবে সমগ্র দেশের মহিলারা প্রতি বছরে ১ লক্ষ টাকার অনুদান পাবেন। এদিনের জনসভায় সাধারণ জনগণের উদ্দেশ্যে রাহুল গান্ধী আরো বলেন যে, আগামী ৪ই জুনের পর যদি জাতীয় কংগ্রেস কেন্দ্রে সরকার গঠন করে তবে জুলাই মাস থেকেই মহিলাদের একাউন্টে ৮,৫০০ টাকা করে ট্রান্সফার করা হবে।

কৃষক ঋণ থেকে মুক্তি: কৃষকদের উদ্দেশ্যে এই দিনের নির্বাচনী জনসভায় কংগ্রেসের তরফে বলা হয়েছে যে, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এবং পরিশ্রম উভয়েরই সঠিক মূল্য পান না, আর তাতেই কংগ্রেসের তরফে কৃষকদের সাহায্যার্থে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হবে। শুধু তাই নয়, ক্ষমতায় এলে কংগ্রেসের তরফে কৃষক ঋণ মুকুব করা হবে।

আরও পড়ুন: শুধু অবিবাহিতদের জন্য চাকরির সুযোগ। যোগ্যতা মাধ্যমিক পাশ।

মিলবে স্থায়ী চাকরি: বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে এদিনের জনসভায় কংগ্রেস সুপ্রিম রাহুল গান্ধী বলেন যে, ক্ষমতায় এলে ৬ মাসে ৩০ লক্ষ শূন্য পদে বেকার যুবক যুবতীদের নিয়োগ করবে কংগ্রেস সরকার। শুধু তাই নয়, আগামী দিনে সরকারি চাকরির পেপার ফাঁস করার বিরুদ্ধেও যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করবেন তারা এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। এদিন তিনি আরো উল্লেখ করেন যে, বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার জন্য রীতিমতো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করবে জাতীয় কংগ্রেসের সরকার। এক্ষেত্রে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমাধারীরা ১ বছরের জন্য স্থায়ী শিক্ষানবিশ পাবেন, যা শিক্ষানবিশের অধিকারের মতো হবে। তবে শুধু যে প্রশিক্ষণ মিলবে তা নয় তার সঙ্গে মিলবে বেতনও। অর্থাৎ জাতীয় কংগ্রেস ক্ষমতায় এলে নারীদের পাশাপাশি বেকার যুবক-যুবতীরা একাধিক সুবিধা পেতে চলেছেন।

মেড ইন চায়নার সাথে হবে মেড ইন ইন্ডিয়া প্রতিযোগিতা: এদিনের নির্বাচনী সভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী আরও দাবি করেন যে, জাতীয় কংগ্রেস ক্ষমতায় এলে দেশের অর্থনীতির উন্নতি হবে এবং দেশীয় শিল্পগুলির শ্রীবৃদ্ধি ঘটবে। শুধু তাই নয়, মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট আগামী দিনে মেড ইন চায়নার সাথে প্রতিযোগিতা করবে বলেই দাবি রেখেছেন তিনি। এর পাশাপাশি ওলা এবং উবের ড্রাইভারদের জন্য নতুন পেনশন স্কিম চালু করবে কংগ্রেস সরকার, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Mahalaxmi Yojana (মহালক্ষ্মী যোজনা)

অন্যান্য প্রতিশ্রুতি: শুধু মহিলা বেকার যুবক-যুবতী কিংবা কৃষকদের উন্নতির নয় কংগ্রেসের তরফে সমগ্র ভারতের সাধারণ জনগণের আর্থিক এবং সামাজিক উন্নয়নের দিকটি মাথায় রেখে আরও বেশ কতগুলি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিনের জনসভায় কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী উল্লেখ করেছেন যে, জাতীয় কংগ্রেস ক্ষমতা এলে অঙ্গনওয়ারী কর্মী এবং আশা কর্মীদের আয় দ্বিগুণ হবে। এর পাশাপাশি আরো উল্লেখ করা হয়েছে যে, অগ্নিবীরে যোগদানকারী যুবক-যুবতীরা পেনশন, ক্যান্টিন সহ বিভিন্ন ক্ষেত্রের সুবিধা পান না, এমনকি তাদের শহীদের মর্যাদাও প্রদান করা হয় না। তবে আগামী দিনে তাদের পেনশন, ক্যান্টিনের সুবিধার পাশাপাশি তাদের শহীদের মর্যাদাও প্রদান করা হবে।