ICDS সুপারভাইজার পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন, জেনে নিন।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। ইতিপূর্বে যারা ICDS Supervisor পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ্যে আনা হলো পাবলিক সার্ভিস কমিশনের তরফে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, দীর্ঘ পাঁচ বছর পর আইসিডিএস প্রমোশনাল পদের জন্য রেজাল্ট প্রকাশ করা হলো, আর তাতেই এই বিষয়টি নিয়ে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আর আজকের এই প্রতিবেদনে আমরা ICDS Supervisor result check করার পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি।

রেজাল্ট কিভাবে ডাউনলোড করবেন : রেজাল্ট ডাউনলোড করার জন্য আপনাকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in/ -এ যেতে হবে।
এরপর পেজটির বাঁদিকে থাকা নোটিশ বোর্ডের View All অপশনে ক্লিক করুন
এরপর লিস্টের একেবারে ওপরে থাকা List of candidates recommended for appointment to the post of ICDS supervisor (Female only) under women & child development & social welfare department, Govt. Of West Bengal on the basis of the results of ICDS supervisor (Female only) examination (For AWWS/CWS), 2019. (Video notification. No. 1128-SW/O/3E-16/15 DTD 25/02//2019) অপশনটির পাশে থাকা pdf আইকনে ক্লিক করলেই রেজাল্টটি আপনার ফোনে পিডিএফ রূপে ডাউনলোড হয়ে যাবে। এই রেজাল্ট থেকেই আপনি নিজের নামটি খুঁজে নিতে পারবেন।

ICDS Supervisor Result 2024

কবে নিয়োগ করা হবে : দীর্ঘ পাঁচ বছর পর আইসিডিএস সুপারভাইজার পদের জন্য কর্মী নিয়োগের রেজাল্ট প্রকাশ করা হলেও এই রেজাল্ট অনুসারে চাকরিপ্রার্থীদের কবে নিয়োগ করা হবে তা সম্পর্কিত কোনরূপ তথ্য প্রকাশে আনা হয়নি। যদিও আগামী দিনে খুব শীঘ্রই এই সমস্ত চাকরিপ্রার্থীদের যথেষ্ট দ্রুততার সঙ্গে নিয়োগ করা হবে বলেই মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের তরফে কোনরূপ নোটিফিকেশন কিংবা বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

আরও পড়ুন : গ্রসারি স্টোরের বিজনেস শুরু করে কিভাবে মাস গেলে ভালো টাকা কামাবেন জেনে নিন।

চাকরিপ্রার্থীদের প্রতিক্রিয়া : প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে দীর্ঘ পাঁচ বছর পর আইসিডিএস সুপারভাইজার পদের জন্য রেজাল্ট প্রকাশে আনায় এই বিষয়টি নিয়ে পুনরায় আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটিয়ে আগামীদিনে যথেষ্ট দ্রুততার সঙ্গে কর্মী নিয়োগের প্রক্রিয়া কার্যকর করা হবে বলেই আশা রাখছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।

Official WebsiteLink
ICDS Supervisor resultLink