ভারতের বাজারে Top 5 স্মার্টফোন কোনগুলি, জেনে নিন।

সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের হাতে নানা ধরনের নিত্য নতুন যন্ত্র এসেছে, তবে এই সমস্ত অত্যাধুনিক যন্ত্রের মধ্যে স্মার্টফোন বর্তমানে সমগ্র বিশ্বের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের এক বিশেষ অঙ্গ হয়ে উঠেছে। ভারতের ক্ষেত্রে যে এই বিষয়টির অন্যথা হয়েছে এমনটা নয়, আর তা সমগ্র ভারতব্যাপী এই সমস্ত স্মার্টফোনের চাহিদা বারংবার প্রমাণ করেছে। ভারতের বাজারে বিভিন্ন প্রকার কোম্পানি নানা ধরনের স্মার্টফোন লঞ্চ করেছে কিন্তু এই সমস্ত স্মার্ট ফোনের মধ্যে বর্তমানে কোন স্মার্টফোনগুলি গ্রাহকদের মন জিতেছে তা জানাটা অবশ্যক। কারণ এই তথ্যের উপর ভিত্তি করেই প্রতি বছর বহু সংখ্যক মানুষ প্রত্যেক বছর বিভিন্ন কোম্পানির স্মার্টফোন কিনে থাকেন।

১. SAMSUNG GALAXY S23 ALTRA :

SAMSUNG GALAXY S23 ALTRA

ভারতের বাজারে যথেষ্ট লম্বা সময় ধরে নিজেদের টিকিয়ে রেখেছে SAMSUNG কোম্পানি। আর বিগত ২০২৩ সালে হোক কিংবা বর্তমানে ২০২৪ সালের শুরুতে SAMSUNG -এর GALAXY S23 ALTRA স্মার্টফোনটি ভারতের বাজারে যথেষ্ঠ পরিচিতি পেয়েছে। এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন ৫ হাজার MAH -এর ব্যাটারি, সাথে রয়েছে ৬.৮ ইঞ্চি FULL SCREEN HD DYNAMIC EMBOLDED 2X DISPLAY। এর পাশাপাশি এই ফোনটিতে আপনি পেয়ে যেতে চলেছেন ২০০ MP + ১০ MP + ১২ MP + ১০ MP রেয়ার ক্যামেরা এবং ১২ MP ফ্রন্ট ক্যামেরা যার মাধ্যমে আপনি DSLR ক্যামেরার মত ছবি তুলতে পারবেন। এছাড়াও রয়েছে Inbuild Display Fingerprint, Stylus Pen সহ আরো বিভিন্ন রকমের ফিচারস যা আপনাকে মুগ্ধ করবে।

২. GOOGLE PIXEL 8 :

GOOGLE PIXEL 8

ভারতের টপ ফোনের কথা আসবে সেখানে গুগলের কথা আসবে না তা হওয়াটা খানিকটা মুশকিল বটে! ২০২৩ সালে GOOGLE PIXEL 8 ফোন লঞ্চ করা হয়েছিল সমগ্র বিশ্বের অত্যন্ত জনপ্রিয় কোম্পানি google -এর তরফে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন GOOGLE TENOR G3 চিপ, ৬.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ৫০ MP + ১২ MP রিয়ার ক্যামেরা, ৪৫৭৫ MAH ব্যাটারি, ম্যাজিক এডিটর, ইনভেন্সড ভিডিও সাউন্ড আরো বিভিন্ন ধরনের নিত্যনতুন ফিচারস যা আপনার প্রয়োজনীয় কাজকর্মকে আরো সহজ করে তুলবে।

৩. LAVA AGNI2 5G :

LAVA AGNI2 5G

লাভা একটি ভারতীয় কোম্পানি। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় প্রযুক্তিতে তৈরি LAVA AGNI2 5G ফোনটি সম্পূর্ণ ভারতের জনসাধারণের মন জিতেছে তার প্রাইস রেঞ্জ এবং বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ফিচারের কারণে। বর্তমানে ভারতীয় মুদ্রায় এই ফোনটির দাম ২১,৯৭৯ টাকা এবং এই মূল্যের বিনিময়ে আপনি পেয়ে যাবেন ৬.৭৮ ইঞ্চি ২০ HZ FHD কার্ভড অ্যামোল্ডেড ডিসপ্লে, ৫০ MP ক্যামেরা, ৪৭০০ MAH ব্যাটারি সহ আরো বিভিন্ন প্রকার ফিচারস।

৪. REALME 12+ :

REALME 12+

REALME কোম্পানিটি বিগত কয়েক বছরে ভারতের আমজনতার মধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছে। শুধু তাই নয়, এই কোম্পানিটির তরফের লঞ্চ করা নিত্যনতুন ডিজাইনের বিভিন্ন রকম ফিচারস যুক্ত ফোন বারংবার ভারতীয় জনসাধারণের মন জয় করেছে। আর আজ আমরা যে ফোনটির কথা বলতে চলেছি তাতে আপনারা পেয়ে যেতে চলেছেন লাক্সারি ওয়াচ ডিজাইন ৫০ MP + ৮ MP + ২ MP রেয়ার ক্যামেরা, ৬.৬৭ ইঞ্চি Full HD অ্যামোল্ডেড ডিসপ্লে, ৫০০০ MAH এর ব্যাটারি সহ DIMENSITY 7050 5G চিপসেট। এছাড়াও রয়েছে নানাবিধ অত্যাধুনিক ফিচারস যা আপনার ফোন এবং কাজের পদ্ধতিরকে আরও স্মার্ট করে তুলবে।

৫. POCO X6 :

POCO X6

ভারতের বাজারে মধ্যে POCO কোম্পানি এবং তাদের ফোন যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। স্বল্পমূল্যে বিভিন্ন প্রয়োজনীয় ফিচারস সহ ফোন লঞ্চ করার মাধ্যমে POCO ফোন অধিকাংশ ভারতবাসীর মন জয় করেছে। আর তেমনই একটি বিশেষ ফোন হল POCO X6। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ৬.৬৭ ইঞ্চি ১২০ HZ অ্যামোল্ডেড ডিসপ্লে, ৫১২ জিবি ROM, ৫১০০ MAH ব্যাটারি, ৬৪MP + ৮ MP + ২ MP রেয়ার ক্যামেরা এবং ১৬ MP এর ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন 7s Gen 2 চিপসেট, WildBoost 2.0 গেমিং অপটিমিজম সহ আরো বিভিন্ন প্রকারের ফিচার যা আপনার গেমিং -এর অভিজ্ঞতা সহ নানাবিধ প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতাকে আরো স্বচ্ছন্দ করে তুলবে।