তীব্র গরম এবং তাপ প্রবাহের কারণে রীতিমতো জ্বলছে বাংলা। আর এই গরম থেকে রেহাই পেতে সাধারণ মধ্যবিত্তের একমাত্র ভরসা সিলিং ফ্যান অথবা টেবিল ফ্যান। কিন্তু তীব্র গরমে সারাদিন ফ্যান চালালে বিদ্যুৎ বিল বেশি আসার আশঙ্কা তো রয়েই যায়। এই গরমে আপনিও যদি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তবে আজকের এই প্রতিবেদনে আমরা চিন্তামুক্তির উপায় নিয়ে হাজির হয়েছি। আজ্ঞে হ্যাঁ, আজকের এই প্রতিবেদনে আমরা এমন দুটি বিশেষ উপায় নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে পারবেন, এমনকি সারাদিন ফ্যান চালালেও বিদ্যুৎবিল অর্ধেক আসবে। চলুন তবে বিদ্যুৎবিল কমানোর উপায় দুটি সম্পর্কে জেনে নেওয়া যাক –
সিলিং ফ্যানের বদলে বেছে নিন টেবিল ফ্যান: একটি ফ্যান চালানো হলে কতটা বিদ্যুৎ খরচ হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে ফ্যানের মোটরের উপর। এক্ষেত্রে একটি সিলিং ফ্যান চালালে ৭০ থেকে ৭৫ ওয়াট বিদ্যুৎ খরচ হয়ে থাকে, যদি পুরনো সিলিং ফ্যান হয় তবে আরো অধিক বিদ্যুৎ খরচ হয়। কিন্তু সিলিং ফ্যানের পরিবর্তে টেবিল ফ্যান চালালে ৫০ থেকে ৫৫ ওয়াট বিদ্যুৎ খরচ হয়ে থাকে। অন্যদিকে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা হলে ৬০ থেকে ৬৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। সুতরাং বিদ্যুৎ বিল কমানোর জন্য সিলিং ফ্যানের বদলে স্ট্যান্ড ফ্যান কিংবা টেবিল ফ্যান বেছে নিতে পারেন। এক্ষেত্রে টেবিল ফ্যান বেছে নেওয়া অধিক লাভজনক।
বিএলডিসি প্রযুক্তি: যেহেতু অধিকাংশ সাধারণ মধ্যবিত্তের বাড়িতে একমাত্র ভরসা সিলিং ফ্যান, সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কমানোর জন্য চিরাচরিত ফ্যানের পরিবর্তে নতুন বিএলডিসি প্রযুক্তির ব্যবহার অধিক লাভজনক। চিরাচরিত সিলিং ফ্যানগুলিতে ডিসি মোটর ব্যবহার করা হয়ে থাকে কিন্তু তার পরিবর্তে বিএলডিসি ফ্যান ব্যবহার করা হলে তা ৩৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ কমায়। এক্ষেত্রে বিএলডিসি প্রযুক্তি সম্পন্ন সিলিং ফ্যান কিনতে একটু বেশি খরচ হলেও তা পরবর্তীতে বিদ্যুৎ বিলের সাশ্রয় করতে অধিক কার্যকরী ফল দেয়।
আরও পড়ুন: চাকরিহারাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারের। মাসের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, BLDC এর সম্পূর্ণরূপ হল Brushless Direct Current। এটি এলইডি -এর মতই একটি বিদ্যুৎ খরচ সাশ্রয়কারী বিশেষ টেকনোলজি। এই প্রযুক্তিযুক্ত ফ্যান ব্যবহার করলে বিদ্যুৎ খরচ যথেষ্ট পরিমাণে কমানো সম্ভব। সুতরাং আপনিও যদি বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তিত হয়ে থাকেন তবে বাড়িতে BLDC Fan ব্যবহার করার মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাতে পারেন।
কোথায় মিলবে বিএলডিসি ফ্যান: বর্তমানে পশ্চিমবঙ্গেই বিএলডিসি ফ্যান তৈরি করা হয়ে থাকে। সুতরাং আপনি চাইলে নিজের বাড়ির নিকটবর্তী যেকোন মার্কেট কিংবা বড় ইলেকট্রিকের দোকান থেকে বিএলডিসি ফ্যান কিনে নিতে পারেন, শুধু তাই নয় ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনের মত অনলাইন মার্কেটিং অ্যাপগুলি থেকেও আপনি এই ফ্যান কিনে নিতে পারবেন।