পুরো ট্রেন ভর্তি থাকার পরেও কনফার্ম টিকিট পেতে এই নিয়ম অবলম্বন করুন। রইলো পুরো পদ্ধতি

ভারতের সবচেয়ে বড়ো যোগাযোগ মাধ্যম ট্রেন। ট্রেন কম খরচে এবং দ্রুত আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম। তাই প্রতিদিন কোটি-কোটি মানুষ বাস বা অন্যান্য মাধ্যমের তুলনায় ট্রেনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তবে দূর দুরান্তের ট্রেনের টিকিট পাওয়া বেশ কঠিন একটা ব্যাপার আর তৎকালের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ফর্ম ফিলাপ করতে করতে টাইম আউট হয়ে যায়। এরকম সময়ে যদি আপনার ট্রেনের টিকিট প্রয়োজন হয় তখন আপনি কি করবেন?

আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি পদ্ধতি আলোচনা করতে চলেছি, যেই পদ্ধতি অবলম্বন করে আপনি ১০০% ট্রেনের টিকিট পেতে সক্ষম হবেন, তাও কোনো ঝামালা ছাড়াই। এই পদ্ধতিটি মূলত রেলকর্মীরা তাদের পরিবারের জন্য ব্যবহার করে থাকে। এই পদ্ধতিটি অবলম্বন করতে আপনার প্রয়োজন হবে IRCTC অ্যাপ।

আরও পড়ুন:- জেনে নিন কবে থেকে শুরু আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষার রুটিন

IRCTC অ্যাপটি ওপেন করে ওপরে বাঁদিকে কর্নারে Train অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে আরেকটি মেনুবার ওপেন হবে, সেখানে থাকা Chart Vacancy অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনার কাছে তিনটি জিনিস চাওয়া হবে। প্রথম, ট্রেনের নাম বা নাম্বার; দ্বিতীয়, কবে আপনি যেতে চান এবং তৃতীয়, কোন স্টেশন থেকে উঠতে চান।

Train Ticket book

সমস্ত তথ্য সঠিক ভাবে দেওয়ার পর আপনার কাছে সেই ট্রেনের সমস্ত ক্লাসের তথ্য চলে আসবে। এবার আপনি কোন ক্লাসে ট্র্যাভেল করতে চান সেই ক্লাসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে সেই ক্লাসের কোন সিটগুলো ফাঁকা রয়েছে সেটা দেখিয়ে দেবে। এবার আপনি নির্দিষ্ট সময়ে সেই ট্রেনে উঠে পড়ুন এবং সেই ফাঁকা সিটে বসে পড়ুন। এরপর টিটি আসলে টিটিকে IRCTC অ্যাপ দেখিয়ে আপনার টিকিট তৈরি করে নিন। এই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি যেকোনো ট্রেনের টিকিট পেয়ে যাবেন খুব সহজে।

IRCTC WebsiteLink
IRCTC AppLink
Chart VacancyLink

Leave a Comment