রাজ্য সরকারের তরফে APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করা হচ্ছে। কারা কারা এই সুবিধা পাবেন জেনে নিন।

সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মূলত APL এবং BPL এই দুই ধরনের রেশন কার্ড প্রচলিত রয়েছে, আর এই দুই ধরনের রেশন কার্ডের আওতায় মোট ৫ প্রকার রেশন কার্ড রয়েছে, যথা: AAY, PHH, SPHH, RKSY I, RKSY II। উপরোক্ত কার্ড গুলির মধ্যে AAY, PHH, SPHH কার্ডগুলি বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড এবং RKSY I, RKSY II কার্ডগুলি এপিএল তালিকাভুক্তির রেশন কার্ড। স্বভাবতই বিপিএল রেশন কার্ডের আওতাভুক্ত নাগরিকরা এপিএল রেশন কার্ডের আওতাধীন নাগরিকদের তুলনায় অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন। তবে সমগ্র রাজ্যব্যাপী এমন প্রচুর দরিদ্র মানুষ রয়েছেন যারা আদৌতে বিপিএল ক্যাটাগরি ভুক্ত হলেও তাদের রেশন কার্ডটি এপিএল রেশন কার্ড। আর এবারে এই সমস্ত মানুষগুলিকে বিপিএল রেশন কার্ডের সমস্ত সুবিধা প্রদানের জন্য খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো।

কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র রাজ্যব্যাপী এপিএল তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলিকে আগামী দিনে খাদ্য দপ্তরের নিজ উদ্যোগে বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড প্রদান করা হবে। অর্থাৎ যেসমস্ত পরিবারগুলি দরিদ্র সীমার নিচে বসবাস করেছেন কিন্তু তাদের এপিএল তালিকাভুক্ত রেশন কার্ড রয়েছে তাদের যত দ্রুত সম্ভব বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড প্রদান করা হবে।

কেন এই পদক্ষেপ গ্রহণ করা হলো : রাজ্যে জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকের সংখ্যায় যতটা থাকার কথা তার তুলনায় যথেষ্টই কম রয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ বিপিএল কোটার অন্তর্ভুক্ত যতগুলো পরিবার থাকার কথা ততগুলি পরিবারের তুলনায় কম সংখ্যক পরিবার বিপিএল কোটার অধীনে রেশনের অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন। আর এই সংখ্যা কমে যাওয়ার কারণেই যেসমস্ত নাগরিকরা দরিদ্র হওয়া সত্ত্বেও এপিএল তালিকাভুক্ত রয়েছেন তাদের বিপিএল তালিকার আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারের পর সরস্বতী ভান্ডার। নতুন প্রকল্প মন জয় করেছে বাংলার মানুষের।

কিভাবে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হবে : খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড পাওয়ার জন্য রেশন গ্রাহকদের কোনোরূপ আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন নেই। রাজ্যের জনগণের আর্থিক স্থিতি অনুসারে খাদ্য দপ্তরের কর্মকর্তাদের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের নাগরিকদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হবে। ইতিমধ্যেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের পদ্ধতি কার্যকর করার জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে খাদ্য দপ্তরের তরফের নির্দেশিকা পাঠানো হয়েছে।

এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, যোগ্য পরিবারগুলির কাছে রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের RKSY I অথবা RKSY II কার্ড থাকলে তার তথ্য খাদ্য দপ্তরকে পাঠাতে হবে। পরবর্তীতে এই সমস্ত জেলা আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জাতীয় প্রকল্পে রাজ্যের নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা হবে। অন্যভাবে বলতে গেলে জেলা আধিকারিকদের পাঠানো তথ্যের উপর নির্ভর করেই এপিএল রেশন কার্ডধারী নাগরিকদের বিপিএল তালিকাভুক্ত করা হবে।

APL Ration Card to BPL Ration Card

কবে থেকে রেশন কার্ড পরিবর্তন শুরু হবে : খাদ্য দপ্তরের নির্দেশ অনুসারে সমগ্র রাজ্যব্যাপী রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। আর খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর সংখ্যক নাগরিককে বিপিএল তালিকাভুক্ত করা হয়েছে। আগামী দিনেও যথেষ্ট দ্রুততার সঙ্গে এপিএল তালিকাভুক্ত রেশন কার্ডধারী দরিদ্র নাগরিকদের বিপিএল তালিকাভুক্ত করা হবে বলেই জানা গিয়েছে। খাদ্য দপ্তরের তরফে গৃহীত এই সিদ্ধান্ত সমগ্র রাজ্যের সাধারণ জনগণের কাছে যথেষ্টভাবে প্রশংসিত হয়েছে।

Official WebsiteLink