রাজ্য সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫,০০০ টাকার অনুদান, কারা পাবেন এই টাকা জেনে নিন।

লোকসভা নির্বাচনে পূর্বে আরো এক নতুন প্রকল্প লঞ্চ করল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ নাগরিকদের জন্য বারংবার বহু প্রকল্প কার্যকর করা হয়েছে, আর এবারে নির্বাচনের ঠিক পূর্বে জনগণের মন পেতে আরও এক নতুন প্রকল্প কার্যকর করা হলো। এই প্রকল্পের মূল যে বিষয়টি জনগণের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তা হল, এই প্রকল্পে ৫০০০ টাকা করে অনুদান প্রদান করা হবে। চলুন তবে রাজ্য সরকারের এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

রাজ্য সরকারের নয়া প্রকল্প: কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে যার আওতায় সমগ্র রাজ্যের সাধারণ জনগণ যথেষ্ট পরিমাণ অনুদান পেয়ে থাকেন। এবারে এই তালিকায় যুক্ত হল আরো এক নতুন নাম, আর তা হলো সমুদ্রসাথী প্রকল্প। নতুন আর্থিক বছরের শুরুতেই রাজ্যের বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন, আর এপ্রিল শেষ হতে না হতেই জনগণের সুবিধার খাতিরে এই নতুন প্রকল্প লঞ্চ করা হলো।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন: রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, মৎস্যজীবীদের বিশেষ সুযোগ সুবিধার প্রদানের জন্যই সমুদ্রসাথী প্রকল্প কার্যকর করা হয়েছে। প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়ে থাকে। যার কারণে এই বিশেষ সময়টায় তাদের জীবন জীবিকায় আমূল পরিবর্তন আসে, অধিকাংশ ক্ষেত্রেই তাদের আর্থিক টানাপোড়েনের মাঝে বেঁচে থাকতে হয়। আর মৎস্যজীবীদের এই দুর্দশার সময় পাশে দাঁড়ানোর জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে এই সমুদ্রসাথী প্রকল্প চালু করা হলো।

আরও পড়ুন: রতন টাটা সকল ছাত্র-ছাত্রীকে দিচ্ছে ১২০০০ টাকা স্কলারশিপ। কিভাবে আবেদন করবেন জেনে নিন।

কোন কোন জেলার মৎজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন: রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি, বিশেষত পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বসবাসকারী মৎস্যজীবীরা এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন বলেই জানানো হয়েছে। সুতরাং আগামী দিনে সমুদ্রসাথী প্রকল্পের অধীনে উপরোক্ত তিন জেলার সমস্ত নথিভুক্ত মৎস্যজীবী রাজ্য সরকারের তরফে অনুদান পাবেন, এমনটাই জানানো হয়েছে।

অনুদানের পরিমাণ: পশ্চিমবঙ্গ সরকারের তরফে কার্যকরী এই বিশেষ প্রকল্পে মৎস্যজীবীদের ২ মাসের জন্য ৫০০০ টাকা করে অর্থাৎ মোট ১০ হাজার টাকার অনুদান প্রদান করা হবে। এর পাশাপাশি রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো জানিয়েছেন যে, সমুদ্রসাথী প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আগামী দিনে রাজ্যের প্রায় ২ লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের অনুদান মারফত উপকৃত হবেন। লোকসভা নির্বাচনের ঠিক পূর্বের রাজ্য সরকারের তরফে এই বিশেষ প্রকল্প কার্যকর করা হলে তা রাজ্যের মৎস্যজীবীদের পাশাপাশি প্রশংসার দাবিদার হয়ে উঠেছেন।