এই প্রাইভেট স্কলারশিপে আবেদন করলে পাওয়া যাবে ১০০০০০ টাকার অনুদান, আবেদনের পদ্ধতি জেনে নিন।

সমগ্র দেশের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্র ছাত্রীরা যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্য LG Electronics India Private Limited -এর তরফ থেকে LIFE’S GOOD Scholarship Program 2024 নামক এক বিশেষ স্কলারশিপ কার্যকর করা হয়েছে। সমগ্র ভারতের যেকোনো ক্ষেত্রের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন এবং এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা প্রতি বছরে সর্বোচ্চ ১০০০০০ টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। আর আজকের এই প্রতিবেদনটি পরলেই আপনারা লাইফ’স গুড স্কলারশিপ প্রোগ্রামের আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, অনুদানের পরিমাণ, আবেদনের পদ্ধতি সহ আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথিপত্র সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে অবশ্যক যোগ্যতা:
১. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বর্তমানের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন তারাই কেবলমাত্র এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে সমগ্র ভারতের বিশেষ কিছু প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীরাই এই স্কলারশিপের আওতায় আবেদনের সুযোগ পেয়ে থাকেন।
২. স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীকে বিগত পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। যদিও এক্ষেত্রে স্নাতক স্তরের প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত সমস্ত স্তরের ছাত্র-ছাত্রীরাই আবেদন জানাতে পারবেন।
৩. অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীরা এবং মহিলা শিক্ষার্থীরা লাইফ’স গুড স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
৪. এলজি ইলেকট্রনিক্স এবং Buddy4study -এর আওতায় কর্মরত কর্মীদের সন্তানরা কোনভাবেই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন না।

অনুদানের পরিমাণ : LG Electronics India Private Limited -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে, শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীরা বাৎসরিক ১ লক্ষ টাকার অনুদান পাবেন। ২০০০ আসন সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠারত ছাত্র-ছাত্রীরা প্রতিবছরে ৫০ হাজার টাকার অনুদান পাবেন। অন্যদিকে ১০০০ আসন সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রত্যেক বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাবেন।

আরও পড়ুন: বয়স্ক নাগরিকদের জন্য চালু করা হলো সিনিয়র সিটিজেন কার্ড, কী কী সুবিধা পাবেন জেনে নিন।

আবেদনের প্রক্রিয়া: লাইফ’স গুড স্কলারশিপ প্রোগ্রামের আওতায় আবেদন জানানোর জন্য আপনাকে প্রথমে Buddy4Study -এর অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি থাকবে তাতে থাকা Apply Now অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার ফোন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন এর প্রক্রিয়াটি সম্পন্ন হলে আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে। লগইন করার পর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Start Application অপশনে ক্লিক করুন। পরবর্তীতে প্রয়োজনীয় সমস্ত প্রকার তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন। এরপর Terms and Conditions -এ চেক বক্সের ক্লিক করে Preview অপশনে ক্লিক করুন। সমস্ত তথ্য এবং নথি ঠিকঠাক থাকলে সবশেষে Submit অপশনে ক্লিক করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

LIFE’S GOOD Scholarship (লাইফ'স গুড স্কলারশিপ)

আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথি:
১. বিগত পরীক্ষার মার্কশিট।
২. স্থায়ী ঠিকানার প্রমাণ পত্র।
৩. আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয়ের প্রমাণ পত্র।
৪. নতুন কোর্সে ভর্তি প্রমাণপত্র।
৫. Bonafide Certificate
৬. আবেদনকারী ব্যাংক একাউন্ট এর সমস্ত তথ্য।
৭. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

অফিসিয়াল ওয়েবসাইট: Link