সম্পূর্ণ বিনামূল্যে টিভি চ্যানেল দেখার সুযোগ মিলবে এই প্রকল্পে, কিভাবে আবেদন জানাবেন? জেনে নিন।

ভারতীয় নাগরিকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। এবার থেকে এক বিশেষ প্রকল্প মারফত সম্পুর্ণ বিনামূল্যে টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন ভারতীয়রা। আজ্ঞে হ্যাঁ, এবারে ডিডি টিভির তরফে এমনই এক বিশেষ প্রকল্প লঞ্চ করা হয়েছে যার মারফত প্রত্যেক মাসে কোনরকম টাকা খরচ না করেই একেবারে বিনা পয়সায় টিভি দেখা সম্ভব। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা কিভাবে এই প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করবেন তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন।

এবার থেকে মিলবে বিনামূল্যে টিভি দেখার সুযোগ: সাধারণ নাগরিকদের সুবিধার্থে ডিডি টিভির তরফে ডিশ ডিটিএইচ -এর পরিবর্তে বিনা খরচে টিভি দেখার জন্য এই বিশেষ পরিষেবাটি চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় আপনাকে ফ্রি-টু-এয়ার (FTA) ডাইরেক্ট-টু-হোম (DTH) -এর সুবিধা প্রদান করা হবে ফলত আপনি কোনরকম মাসিক রিচার্জ ছাড়াই বিনা খরচে টিভি দেখার সুযোগ পেয়ে যাবেন। ২০০৪ সালে ডিডি টিভির তরফে সর্বপ্রথম এই উদ্যোগ গ্রহণ করা হয় এবং তার পর থেকেই এই বিশেষ প্রকল্পটি সমগ্র দেশে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে।

আরও পড়ুন: জুন মাসেই মিলবে পি এম কিষাণের টাকা, কিন্তু কবে? জেনে নিন এখনই।

এই প্রকল্পের আওতায় আবেদন জানাবেন কিভাবে: সম্পূর্ণ বিনামূল্যে টিভি দেখার সুযোগ পাওয়ার জন্য আপনাকে প্রথমেই দুটি নম্বরে ফোন করতে হবে, আর এই দুটি নম্বর হলো 1800114554 এবং 011-25806200। এই দুটি নম্বরে ফোন করলে আপনি প্রকল্প এবং ডিশ সম্পর্কিত সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন। পরবর্তীতে আপনি আপনার স্থানীয় কেবল প্রদানকারীর মাধ্যমে এই পরিষেবার জন্য আবেদন জানাতে পারবে।

এক্ষেত্রে আপনি আপনার স্থানীয় কেবল প্রদানকারী সহায়তায় রিসিভারও লাগাতে পারেন যদিও সেক্ষেত্রে রিসিভার -এর সমস্ত খরচ সম্পূর্ণভাবে আপনাকে বহন করতে হবে।

Watch TV channels for free (ফ্রী টিভি চ্যানেল)

রিসিভার ইনস্টল করার জন্য কত টাকা খরচ করতে হবে: রিসিভার ইন্সটল করার জন্য আপনাকে এককালীন মাত্র ২,০০০ টাকা খরচ করতে হবে, এরপর টিভি দেখার জন্য আপনাকে আর কোনরকম মূল্য দিতে হবে না। সুতরাং একবার মাত্র ২০০০ টাকা বিনিয়োগ করে আপনি সারা জীবনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে টিভি দেখতে পারবেন। এছাড়াও বর্তমানে টিভির সঙ্গে কম্প্যাক্ট সাইজের এন্টেনা পাওয়া যায় আপনি চাইলে এটিও ইন্সটল করতে পারেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, এটি একটি যথেষ্ট বড় DTH প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শুধুমাত্র সরকারি কোম্পানির নির্বাচিত চ্যানেলে আপনারা দেখতে পাবেন।