Job News

পশ্চিমবঙ্গে প্রাণী ও মৎস্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু, WBUAFS Job Recruitment 2024

WBUAFS Job Recruitment 2024

পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্য দপ্তরে কিভাবে আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। বয়স সীমা কি রয়েছে। বেতন পারিকাঠামো কি থাকবে। আবেদন পদ্ধতি কি হবে। নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

WBUAFS Job Recruitment 2024

WhatsApp Image 2024 06 29 at 9.30.48 PM

পদের নাম : এখানে নতুন করে Young Professional-I পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে প্রতিবেদনটি ভালো করে পড়ে আবেদন করবে।

বয়স সীমা কত : সকল যোগ্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি অথবা বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন।

বেতন সীমা : চাকরিতে নিযুক্ত হওয়ার পরে মাসিক বেতন ২৫,০০০/- হাজার টাকা বেতন প্রদান করা হবে শুরুতে। এছাড়াও এই চাকরিতে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদন পদ্ধতি কিভাবে : চাকরি প্রার্থীদের অনলাইন অথবা অফলাইনে কোনরকম আবেদন নথিভুক্ত করতে হবে না। শুধুমাত্র নিজের বায়োডাটা তৈরি করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে ইন্টারভিউ এর স্থানে ইন্টারভিউ এর দিন উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ এর তারিখ : আগামী ৮ জুলাই ২০২৪ তারিখে সকাল ১০টায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

ইন্টারভিউ এর ঠিকানা – the Office of the DREF,37, K. B. Sarani, Belgachia, Kolkata – 700037.

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.V.Sc / M.Sc ডিগ্রি অর্জন করে থাকতে হবে বিভিন্ন সাবজেক্টের নাম উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে

আরো ও পড়ুন:ব্লকে ব্লকে মিড ডে মিল প্রোগ্রামে নতুন কর্মী নিয়োগ শুরু, WB Mid Day Meal Job Recruitment 2024

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group