স্কুল ফাঁকি দেওয়ার দিন শেষ, ছাত্র-ছাত্রীরা স্কুলে ঢুকলে কিংবা বেরোলে অভিভাবকের ফোনে আসবে SMS

শহরে হোক বা গ্রামে অথবা মফঃস্বলে এমন বেশ কিছু ছাত্র-ছাত্রী থাকে যারা স্কুল যাওয়ার নাম করে স্কুলের বদলে কখনো বা খেলার মাঠে কখনো বা পার্কে আবার কখনো বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। কিন্তু এবারে এই সমস্ত দুষ্টুমির দিন শেষ। রাজ্য সরকারের তরফে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির রেকর্ড রাখার এমন এক বিশেষ ব্যবস্থা কার্যকর করা হবে যার মাধ্যমে ছাত্ররা স্কুলে পৌঁছালো কিনা তা মেসেজের মারফত জানতে পারবেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। প্রতিবেদনটি পড়লেই আপনারা ছাত্র-ছাত্রীদের স্কুলে উপস্থিতির রেকর্ড রাখার জন্য কার্যকর বিশেষ পদ্ধতির কথা জানতে পারবেন। শুধু তাই নয়, এই পদ্ধতি কবে থেকে কার্যকর করা হবে এবং কোন কোন ক্ষেত্রের স্কুলে এই পদ্ধতি কার্যকর করা হবে তার সম্পর্কেও বিশদ তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

ডিজিটাল অ্যাটেনডেন্স: স্কুল ফাঁকি দিয়ে খেলার মাঠে কিংবা পার্কে ঘুরে বেড়ানোর দিন এবার শেষ। রাজ্য সরকারের তরফে এবারে এমন এক ডিজিটাল অ্যাটেনডেন্ট চালু করার কথা ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে অভিভাবকরা বাড়িতে বসেই জানতে পারবেন তার সন্তান কখন স্কুলে ঢুকছে এবং কখন স্কুল থেকে বেরোচ্ছে।

নবান্ন সূত্রের খবরে জানা গিয়েছে যে, রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে QR code attendance, Face Recognition Attendance কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই পদ্ধতি কার্যকর করা হলে ছাত্র-ছাত্রীরা স্কুলে ঢুকলে কিংবা বেরোলে অভিভাবকের ফোনে এসএমএস চলে যাবে। সুতরাং সন্তান স্কুলে পৌঁছল কিনা সে বিষয়ে অভিভাবকেরা নিশ্চিন্ত থাকতে পারবেন।

আরও পড়ুন: চার্জে বসালেই ফোন গরম হয়ে যাচ্ছে, হাতের মুঠোয় রয়েছে সমাধান।

কিভাবে মিলবে আটেন্ডেন্সের হদিশ: মূলত ডিজিটাল অ্যাটেনডেন্স -এর হাত ধরেই বাংলা শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন আসতে চলেছে। এছাড়াও এই ব্যবস্থাটিকে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেমও বলা হয়ে থাকে। অনেকেই মনে করছেন সরকারি এবং বেসরকারি অফিসের কর্মীদের যেমনভাবে তাদের আঙ্গুলের ছাপ দিয়ে অফিসে ঢুকতে এবং বের হতে হয় তার মতই ব্যবস্থা চালু করবে রাজ্য সরকার।

কিন্তু নবান্ন সূত্রের খবরে জানা গিয়েছে যে, ছাত্র-ছাত্রীদের আই কার্ড -এর পেছনে প্রিন্ট করা থাকবে কিউআর কোড, আর সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের অ্যাটেনডেন্স -এর রেকর্ড স্কুলের সার্ভারে নথিভুক্ত হবে। শুধু তাই নয় ছাত্র-ছাত্রীদের আইকার্ডের পেছনে থাকা কিউআর কোর্স স্ক্যান করলেই অভিভাবকের মোবাইলে অ্যালার্ট ম্যাসেজও চলে যাবে।

কবে থেকে চালু হবে এই ব্যবস্থা: রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন এবং হাওড়া জেলার বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই বায়োমেট্রিক অ্যাটেনডেন্স কার্যকর করা হয়েছে। আগামী দিনে খুব শীঘ্রই সমগ্র রাজ্যের বিভিন্ন জেলার সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে একইভাবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের পদ্ধতি কার্যকর করা হবে। আর এই পদ্ধতি কার্যকর করা হলে ছাত্র-ছাত্রীরা স্কুলে ঢুকলে কিংবা বেরোলে অভিভাবকের ফোনে এসএমএস চলে যাবে। সুতরাং সন্তান স্কুলে পৌঁছল কিনা সে বিষয়ে অভিভাবকেরা নিশ্চিন্ত থাকতে পারবেন।