Bangla Hub

গুরুত্বপূর্ণ খবর পড়ুন এবার বাংলায়

ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর! এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলবে ৫০,০০০ টাকা, জানুন আবেদন পদ্ধতি ?

WhatsApp Image 2024 08 03 at 7.20.52 AM

সকল ছাত্র-ছাত্রীদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য  শিক্ষা খাতে সরকারের তরফ থেকে এবং বেসরকারি বিভিন্ন সংস্থার তরফ থেকেও সহযোগিতা করা হয়ে থাকে। আর এবার আরো একটি দুর্দান্ত খবর রইল সকল ছাত্র-ছাত্রীদের জন্য। যে সকল ছাত্র-ছাত্রী এই বছরের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছেন, তাদের জন্য রইলো বড় সুখবর। সম্প্রতি বেসরকারি সংস্থা জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন, সকল ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় ভালো ফলাফল করে উচ্চশিক্ষা লাভ করতে সেই উদ্দেশ্যেই জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন এই স্কলারশিপ দিয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship 2024) এর সুবিধা থেকে শুরু করে আবেদন পদ্ধতি সম্পর্কে যাবতীয় তথ্য।

জিপি বিড়লা স্কলারশিপের সুবিধা

যোগ্যতা অনুযায়ী ছাত্র ছাত্রীদেরকে জিপি বিড়লা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে (GP Birla Scholarship 2024)। এই স্কলারশিপের সুবিধা বলতে পড়াশোনার যাবতীয় খরচ যেমন টিউশন ফি এবং হোস্টেল ফি সহ সমস্ত খরচ বাবদ ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয় ছাত্র ছাত্রীদের। জিপি বিড়লা স্কলারশিপের আওতায় প্রথম বর্ষে বই কিনতে এককালীন ৭,০০০ টাকা পান পড়ুয়ারা। সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত এই স্কলারশিপ পান ছাত্রছাত্রীরা।

আরোও পড়ুন:- West Bengal Weather: শুক্র-শনি-রবি কী হতে চলেছে বাংলা জুড়ে…! আবহাওয়ার বিরাট আপডেট দিল অলিপুর দপ্তর !

যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যারা চলতি বছরের WBCHSE বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর কিংবা তার বেশি পেয়েছে, ISC/CBSE বোর্ডের পরীক্ষায় যারা ৯০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছে, তারাই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন। যাদের পারিবারিক আয় বার্ষিক তিন লক্ষ টাকার কম, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এমনকি, অতিরিক্ত মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে আয়ের সীমা বিবেচনার সাপেক্ষে শিথিল করা যেতে পারে বলেও জানা গেছে।

প্রয়োজনীয় নথি

এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশীট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, পারিবারিক আয় সনদ (ফর্ম ১৬/সেলারি স্লিপ/আয়কর রিটার্ন), নতুন কোর্সে ভর্তি রসিদ এবং বৈধ মোবাইল নম্বর লাগবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা এখানে অনলাইন এবং অফলাইন দুইভাবেই জিপি বিড়লা স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন জানাতে হলে জিপি বিড়লা  এডুকেশন ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ‘Applications’ ট্যাবে ক্লিক করে ‘Click Here to Apply’ বাটনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে সাবিন পাঠানে ক্লিক করলে আবেদন জমা হয়ে যাবে। অপরদিকে অফলাইনে আবেদন জানাতে হলে জিপি বিড়লা  এডুকেশন ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে কিংবা অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ফর্মটি হাতে কলমে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আবেদন সম্পন্ন হবে (GP Birla Scholarship 2024)।

আবেদনের ঠিকানা

জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন ৭৮. সৈয়দ আমীর আলি এভিনিউ, কলকাতা-৭০০ ০১৯ (ল্যান্ডমার্ক: কলকাতা আইস স্কেটিং রিঙ্ক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *