Government Scheme

এবার থেকে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরাও পাবেন ট্যাব কেনার অনুদান। নতুন ঘোষণা সরকারের।

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। রাজ্যের ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রত্যেক বছর তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল কিংবা ট্যাব কেনার জন্য অনুদান প্রদান করা হয়ে থাকে। তবে এবারে শুধু দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরাই নয়, এর পাশাপাশি তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরাও ট্যাব কেনার টাকা পেতে চলেছে, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত এক নির্দেশিকা মারফত।

রাজ্য সরকারের ঘোষণা – বর্তমানে শিক্ষা অনেকাংশেই প্রযুক্তি নির্ভর। আর প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে শিক্ষাক্ষেত্রেও কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব কিংবা মোবাইলের মতো যন্ত্রগুলি অত্যাবশক হয়ে পড়েছে। আর করোনা কালে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করা হয়েছিল, যার আওতায় পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অনুদান প্রদান করা হয়।

Taruner Swapna Scheme

এবারে নতুন অর্থবর্ষ শুরু হতে না হতেই ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির বিষয়টি মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একাদশ শ্রেণীতেই ছাত্র-ছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আর ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তেরই প্রতিফলন ঘটেছে। রাজ্য বাজেট ঘোষণার সময় রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে, এবার থেকে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ১০,০০০ টাকার অনুদান দেওয়া হবে।

কবে মিলবে টাকা – রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে সরকার পোষিত এবং মাদ্রাসা বোর্ডের অধীনস্থ ছাত্র-ছাত্রীরা কেবলমাত্র ট্যাব কেনার জন্য অনুদান পাবেন। সদ্য রাজ্যব্যাপী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এখনও পর্যন্ত মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হয়নি। তবে আগামী দিনে ছাত্র-ছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল কেনার অনুদান ট্রান্সফার করা হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – এপ্রিল মাসে একদিন অতিরিক্ত ছুটি পেতে চলেছে রাজ্যের ছাত্র-ছাত্রীরা। কবে কি কারনে ছুটি জেনে নিন।

ইতিমধ্যেই এক বিজ্ঞপ্তি মারফত শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে, একাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাংক ডিটেইলস স্কুল পরিদর্শক বা ডিআই -এর মারফত পাঠাতে হবে। সুতরাং, আগামী দিনে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই ট্যাব বা মোবাইল কেনার অনুদান প্রদানের প্রক্রিয়া যথেষ্ট দ্রুততার সঙ্গে কার্যকর করা হবে বলে মনে করা হচ্ছে শিক্ষা মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফে। এ প্রসঙ্গে আরো জানিয়ে রাখি যে, শুধুমাত্র ২০২৪-২৫ অর্থবর্ষে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদে ট্যাব বা মোবাইল কেনার অনুদার প্রদান করা হবে, কিন্তু পরবর্তীতে শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অনুদার প্রদান করা হবে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group