আমাদের রাজ্যে কত রকমের রেশন কার্ড রয়েছে? আপনার রেশন কার্ড APL না BPL জেনে নিন।

রেশন কার্ড রেশনের সুযোগ সুবিধা যেমন:- চাল,গম, চিনি ইত্যাদি সামগ্রী পাবার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করে। ভারতের প্রত্যেক নাগরিকের একটি করে কার্ড রয়েছে সেটি APL রেশন কার্ড হতে পারে অথবা BPL রেশন কার্ড হতে পারে। কিন্তু বহু সংখ্যক মানুষের মনে এই সংশয় থেকে যায় তারা যে রেশন কার্ডটি ব্যবহার করেন সেটি কি APL কার্ড না BPL কার্ড। আজ আমরা সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি।

কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আওতায় মোট ৫ প্রকাশের রেশন কার্ড সাধারণ মানুষদের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে। সেই ৫ টি ক্যাটাগরি হলো AAY, SPHH, PHH, RKSY-1, RKSY-2। কেন্দ্রের সাথে সাথে পশ্চিমবঙ্গের‌ও সমস্ত নাগরিকের কাছে এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরির কার্ড রয়েছে। তবে আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যে, এই পাঁচটি ক্যাটাগরি বাদেও সরকারের তরফ থেকে আরো একটি ক্যাটাগরির কার্ড দেওয়া হয়ে থাকে। সেটি হলো জেনারেল রেশন কার্ড।

রেশন কার্ডফুল ফর্ম
AAYAntyodaya Anna Yojana
SPHHState Priority Household
PHHPriority Household
RKSY-1Rajya Khadya Suraksha Yojana – 1
RKSY-2Rajya Khadya Suraksha Yojana – 2

আপনারা সকলেই জানেন BPL রেশন কার্ড শুধু মাত্র তাদেরই দেওয়া হয় যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল শ্রেণীর মানুষ। গুরুত্বপূর্ণ পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটি ক্যাটাগরির রেশনকার্ডকে BPL Ration Card বলা হয়ে থাকে। এই তিনটি রেশন কার্ড হলো:-

AAY Ration Card:-

AAY Ration Card প্রথম শ্রেণীর BPL রেশন কার্ডের আওতায় পরে। এই কার্ড শুধু সেই সমস্ত মানুষদের দেওয়া হয়ে থাকে যারা অর্থনৈতিক দিক থেকে প্রচন্ড পিছিয়ে রয়েছে এবং এই কার্ডে রেশন সামগ্রী সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়।

আরও পড়ুন:- ABC Card কি এবং এটি কেন প্রত্যেক স্টুডেন্টদের বানানো প্রয়োজন? কিভাবে বানাবেন এই ABC কার্ড?

SPHH Ration Card:-

SPHH Ration Card দ্বিতীয় শ্রেণীর BPL রেশন কার্ডের ক্যাটাগরিতে পরে। এটি সাধারনত দরিদ্র শ্রেণীর মানুষদের দেওয়া হয়ে থাকে। এই কার্ডে অনেক ধরনের রেশন সামগ্রী পাওয়া গেলেও AAY কার্ডের মতো রেশন সামগ্রী পাওয়া যায় না। এই কার্ড থাকলে আপনি রেশন দোকান থেকে চিনি পাবেন।

Know whether your Ration Card is APL or BPL

PHH Ration Card:-

বেশিরভাগ সাধারণ মানুষদের কাছে PHH রেশন কার্ড দেখতে পাওয়া যায়। এটিও একটি BPL রেশন কার্ড। এই রেশন কার্ডে AAY এবং SPHH রেশন কার্ডের তুলনায় কম রেশন মেলে এবং এই তিনটি রেশন কার্ডই কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই কার্ড থাকলে আপনি রেশন দোকান থেকে চিনি পাবেন না।

RKSY-1 এবং RKSY-2 Ration Card:-

BPL Ration Card এর পর আমরা আসি APL Ration Card এ। BPL Ration Card কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হলেও APL রেশন কার্ড পরিচালিত হয় রাজ্য সরকারের দ্বারা এবং আমাদের লিস্টে দুটি ক্যাটাগরির APL রেশন কার্ড দেখতে পাওয়া যায়, যথা:- RKSY-1 এবং RKSY-2। এই দুটি রেশন কার্ডকে APL রেশন কার্ড বলা হয়ে থাকে। আপনাদের যাদের কাছে এই দুই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারা সামান্য পরিমানে রেশন সামগ্রী পেয়ে থাকবেন। সাধারণত যেসমস্ত পরিবার অর্থনৈতিক দিক দিয়ে স্বচ্ছল তাদের এই ক্যাটাগরির রেশন কার্ড দেওয়া হয়ে থাকে।

BPL Ration CardAPL Ration Card
AAY, SPHH, PHHRKSY-1, RKSY-2
কেন্দ্র সরকার দ্বারা পরিচালিতরাজ্য সরকার দ্বারা পরিচালিত
দরিদ্র সীমার নীচে মানুষদের প্রদান করা হয়।সাধারণ মানুষদের প্রদান করা হয়।

এছাড়াও আরো একটি রেশন কার্ড রয়েছে যেটিকে জেনারেল রেশন কার্ড বলা হয়। এই রেশন কার্ড অন্যান্য রেশন কার্ডের মতন‌ই হয়ে থাকে। তবে এই রেশন কার্ডে কোনোরকম রেশন সামগ্রী পাওয়া যায় না। শুধু যেসমস্ত স্থানে ডকোমেন্স হিসেবে রেশন কার্ড প্রয়োজন হয় সেখানে আপনি এই রেশন কার্ড ব্যবহার করতে পারবেন।

Leave a Comment