নতুন নিয়ম অনুযায়ী একদিনে এটিএম কার্ডের মাধ্যমে সর্বোচ্চ কত টাকা তোলা সম্ভব?

Follow Google News

বর্তমানে ইউপিআই -এর মাধ্যমে মাত্র এক ক্লিকে যেকোনো ব্যক্তিকে যেকোন মুহূর্তে টাকা পাঠানো সম্ভব। তবে এমন অনেক পরিস্থিতি থাকে যখন নগদ টাকার প্রয়োজন হয়ে পড়ে, আর তখন একমাত্র ভরসা এটিএম কার্ড। কিন্তু বিভিন্ন ব্যাংকের তরফে এই সমস্ত এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার নির্দিষ্ট সীমা ধার্য করা হয়েছে, আর টাকা তোলার এই সীমা না জানলে গ্রাহকদের বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। আর আজকের এই প্রতিবেদনে আমরা বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে সর্বোচ্চ কত টাকা তোলা সম্ভব তা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করতে চলেছি।

হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন
টেলিগ্রাম গ্রুপ জয়েন

SBI -এর এটিএম -এর মাধ্যমে কত টাকা তোলা সম্ভব : বিভিন্ন ব্যাংকের তরফে তাদের এটিএম কার্ডের মাধ্যমে কত টাকা তোলা সম্ভব তার নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে। একইভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফেও নির্ধারণ করে দেওয়া হয়েছে তাদের এটিএম কার্ডের মাধ্যমে একদিনে সর্বোচ্চ কত টাকা লেনদেন করা সম্ভব। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম -এর মাধ্যমে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত উইথড্র করা সম্ভব।

আরও পড়ুন : জিওর এই তিনটি রিচার্জ প্যাকে ২০০ টাকার চেয়েও কম মূল্যে মিলবে আনলিমিটেড কল সহ একাধিক সুবিধা।

HDFC ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে কত টাকা লেনদেন করা সম্ভব : এইচডিএফসি ব্যাংকের তরফেও তাদের এটিএম কার্ড -এর মাধ্যমে কত টাকা উইথড্র করা সম্ভব তার একটি নির্দিষ্ট সীমা জারি করা হয়েছে। এক্ষেত্রে এইচসিএফসি ব্যাংকের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, তাদের ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে একদিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা উইথড্র করা সম্ভব।

PNB -এর এটিএম কার্ডের মাধ্যমে কত টাকা উইথড্র করা সম্ভব : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে জারি করা তথ্য অনুসারে, প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে একদিনে একজন গ্রাহক সর্বোচ্চ ১ লক্ষ টাকা উইথড্র করতে পারবেন। অন্যদিকে POS/ECOM-র মতো এটিএম কার্ডের মাধ্যমে একদিনে ৩ লক্ষ টাকা উইথড্র করা সম্ভব।

ATM Withdrawal Limit 2024

ইয়েস ব্যাংকের এটিএম -এর মাধ্যমে সর্বোচ্চ কত টাকা তোলা সম্ভব : ইয়েস ব্যাঙ্কের এটিএম কার্ডের মাধ্যমে একদিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা উইথড্র করা সম্ভব। অন্যদিকে ইয়েস ব্যাংকের কর্তৃপক্ষের তরফে POS-এ দৈনিক সীমা ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি আরো জানিয়ে রাখি যে, বেতনভোগী গ্রাহকদের জন্য এটিএম এবং পিওএস-এ লেনদেনের সর্বোচ্চ সীমা ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

SBI Official WebsiteLink
string(175) ""